scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: আমার বাড়ি ঘিরতে কারা পাঠিয়েছিল সেটা পরিস্কার হয়ে গেল: দিলীপ ঘোষ

Dilip Ghosh: আমার বাড়ি ঘিরতে কারা পাঠিয়েছিল সেটা পরিস্কার হয়ে গেল: দিলীপ ঘোষ

কুড়মি আন্দোলনকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আমার বাড়ি তো ঘিরে নিয়েছে ওরা। আমি আগেই আন্দাজ করেছিলাম। আমার বাড়ি ঘিরতে কারা পাঠিয়েছিল সেটা পরিস্কার হয়ে গেল। ওদের কিছু নেতা তৃণমূলের দালালি করছে। ওদের থেকে টাকা নিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। সেদিন পুরুলিয়া থেকে লোক এনেছিল। মেদিনীপুর ঝাড়গ্রামের লোক ছিল না। এরা বাসে এসেছিল। এক একটা বাসের ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা। এই খরচ কে দিয়েছিল? আমি যেটা বলেছিলাম, সেটা প্রমাণ হয়ে গেল। ওখানে গিয়ে অভিষেক বলছে, দিলীপ ঘোষের বাড়ি ঘিরে নাও। দিলীপ ঘোষ জঙ্গলমহলের মানুষ। সে এই এলাকা বোঝে। ওনার সঙ্গে জঙ্গলমহলের সম্পর্ক কি? কালীঘাটে বসে বসে বলে দিচ্ছে, জঙ্গলমহল হাসছে। তার জন্য ওখানকার লোকেরা কি হাসবে? সেটিং এর রাজনীতি বন্ধ করুন। কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন।

Advertisement