scorecardresearch
 
Advertisement

VIDEO: কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ ISKCON কর্তৃপক্ষের

VIDEO: কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ ISKCON কর্তৃপক্ষের

বাংলাদেশে দুর্গা প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে গত কয়েক দিনে বেশ কয়েকটি মন্দিরে হামলা চালানো এমনকি ইস্কন মন্দিরে হামলা এবং সেখান বেশ কিছুজনের মৃত্যুর খবরও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল এপার বাংলাও। এদিন তারই প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের সামনে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল কলকাতা ইস্কন কর্তৃপক্ষ এবং ভক্তরা। মোমবাতি, প্ল্যাকার্ড হাতে এদিন একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন তারা। তাদের বক্তব্য, বিশ্বের যেকোন প্রান্তে নিজেদের ধর্ম পালনের অধিকার রয়েছে মানুষের। তাই অবিলম্বে বাংলাদেশ সরকারকে হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে। শুনুন আজতক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কী কী জানালেন ইস্কন কর্তৃপক্ষ।

Devotees of Kolkata ISKCON protested near Bangladesh High Commission against the attacks on ISKCON temple in Bangladesh

Advertisement