scorecardresearch
 
Advertisement

Khuti Pujo 2023: খুঁটি পুজো দক্ষিণদাঁড়ি ইউথ-এর , এবারের থিমে মাটির ছোঁয়া

Khuti Pujo 2023: খুঁটি পুজো দক্ষিণদাঁড়ি ইউথ-এর , এবারের থিমে মাটির ছোঁয়া

দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের পুর প্রধান পরিষদ পার্থ ভার্মার উদ্যোগে দক্ষিণদাঁড়ির ইউথ ২৩ তম বর্ষের খুঁটিপুজো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, অভিনেত্রী অপরাজিতা আঢ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারের পুজোয় থিম সেভাবে খোলসা না করলেও তবে মাটির কাজ থাকবে বলে ইঙ্গিত দিলেন পুজো কমিটির সদস্যরা। সুজিত বসু বলেন দক্ষিণ দাঁড়িতে প্রচুর মৃৎশিল্পীরা রয়েছেন যাদের কাজ দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছে । এখান থেকে মায়ের মূর্তি বিদেশ যায় সেখানে পুজিত হয়। এটা অত্যন্ত গর্বের ব্যাপার।

Advertisement