scorecardresearch
 
Advertisement

VIDEO: লক্ষ্মীপুজোর আগে 'আগুন' ফলের বাজারে! কী বলছেন ব্যবসায়ীরা ?

VIDEO: লক্ষ্মীপুজোর আগে 'আগুন' ফলের বাজারে! কী বলছেন ব্যবসায়ীরা ?

চলছে উৎসবের মরশুম, এক পুজোর রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে আরও একটি পুজো। আর একদিন পরেই লক্ষ্মীপুজো। তাই পুজোর আয়োজনে ব্যস্ত বাঙালি। এদিকে ইতিমধ্যেই বাজারে ফল অগ্নিমূল্য। শসা, পেয়ারা, আতার মতো ফলের দাম বেড়ে গিয়ে কেজি প্রতি ৬০-৮০ টাকায় দাঁড়িয়েছে। ন্যাশপাতি সেঞ্চুরি পার করে ১২০-১৫০। দাম বৃদ্ধির কারণ হিসেবে টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ফলের দাম বৃদ্ধির মূল কারণ অতিবর্ষণ। অধিক বৃষ্টির কারণে অনেক ফল নষ্ট হয়ে গেছে। এছাড়াও পেট্রোল-ডিজেলের দামও যে পরিমাণে বৃদ্ধি হয়েছে তার ফলে যখন বাইরে থেকে ফল বাজারে আনা হচ্ছে তখন পরিবহণের খরচও অনেকটা বেড়ে যাচেছে। একই কারণ দেখাচ্ছেন ব্যবসায়ীরাও। তবে কালীপুজোর পর থেকে দাম অনেকটাই কমবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। এদিকে পুজোর বাজার করতে গিয়ে কাল ঘাম ছুটছে গৃহস্থের।

Fruits price hike in market before Laxmi puja

Advertisement