scorecardresearch
 
Advertisement

Red Beacon Light : অনুব্রতর লালবাতি গাড়ি ব্যবহার, রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

Red Beacon Light : অনুব্রতর লালবাতি গাড়ি ব্যবহার, রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

রাজ্যের কাছে লালবাতি ব্যবহার নিয়ে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে এব্যাপারে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। তার দুসপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলার সঙ্গে যুক্ত অনান্যরা। আগামী ১৯ শে জুলাই ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের লালবাতি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরণজ্যোতি তিওয়ারি। আদালতকে তিনি জানান কী কারণে অনুব্রত মণ্ডল লালবাতি ব্যবহার করেন, তার জবাব দরকার। এমনকি যে গাড়িতে লালবাতি লাগানো আছে সেটি একটি চ্যারিটেবল ট্রাস্টের নামে আছে। তারা কী করে লালবাতি ব্যবহারের অনুমতি পেয়েছে, সে ব্যাপারে রাজ্যের কাছে জবাব তলব করা হয়েছে।

High court hearing on anubrata mondal red beacon light atop car case

Advertisement