ডেঙ্গি সচেতনায় পথে নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বেলচা হাতে নিজেই সাফাই অভিযানে নামলেন তিনি। তিনি অভিযোগ করেন, ডেঙ্গি দমনে মানুষ তৎপর নয়। মানুষের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। অনেক বাড়ির ছাদে আবর্জনা জমে আছে সেগুলি পরিষ্কার করা হচ্ছে না। যত্রতত্র ময়লা আবর্জনার ফেলে রাখা হয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী নির্দেশে দিয়েছেন সব কাউন্সিলরদের ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাতে যেতে হবে। সেই মত আমি এসেছি। অন্যান্যরাও যাচ্ছে। তিনি বলেন, যারা সহযোগিতা করছে না তাদের ক্ষেত্রে কড়া আইন প্রণয়ন করা হবে। এক্ষেত্রে পুরসভা কোর্টেও তাদেরকে হাজিরা দিতে হতে পারে।
Mayor on dengue awareness cleaning campaign