scorecardresearch
 
Advertisement

Kolkata Tram Route: এখনই থামছে না, কলকাতার রাজপথে চলবে ঐতিহ্যের ট্রাম

Kolkata Tram Route: এখনই থামছে না, কলকাতার রাজপথে চলবে ঐতিহ্যের ট্রাম

'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে'- এই নষ্টালজিয়া থাকছে কলকাতায়। এই মুহূর্তে মাত্র দুটি রুটে চললেও,পরে চলবে আরও গোটা চারেক রুটে। ভবিষ্যৎ নিয়ে এমনই আশা জাগালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী। এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান,"আগের মতো সমস্ত রুটে ট্রাম চালানো সম্ভব নয় তবে ট্রামগুলি চার বা পাঁচটি রুটে চলবে। ট্রাম একটি পরিবেশ-বান্ধব পরিবহনের মাধ্যম। কিন্তু শহরের রাস্তাগুলি এত সরু যে সমস্ত রুটে ট্রাম চালানো যায় না। তবে ট্রাম শহরের ঐতিহ্য হয়ে থাকবে। সরকার ট্রাম পুরোপুরি বন্ধ করবে না।" পাশাপাশি তিনি আরও জানান, “আমরা কলকাতা পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে ক্রমাগত আলোচনা করছি। তাদের ইনপুটগুলির উপর ভিত্তি করে আমরা এমন রুটে ট্রাম চালাব যেখানে এটি যানজটের সৃষ্টি করবে না।”

New Routes Of Kolkata Tram

Advertisement