ভাইফোঁটা উপলক্ষে সোনাগাছিতে যৌনকর্মীদের থেকে ফোঁটা নেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। উপহারে লক্ষ্মীর ঝাঁপিতে ১০০০ টাকার সঙ্গে শাড়িও উপহার দেন। প্রতিবারের মতো এ বারও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফোঁটা নেন শোভন চট্টোপাধ্যায় ও মুকুল রায়। সেই প্রসঙ্গে মদনের মন্তব্য,"মুকুল, শোভনরা বরাবরই মমতা ব্যানার্জির থেকে ফোঁটা নেন। মমতা ব্যানার্জির কাছে ফোঁটা নেওয়াটা কপাল। আমার কপাল খারাপ আমি বাইরে বাইরে ঘুরছিলাম। আক্ষেপ নিয়েই তো জীবন।"
TMC MLA Madan Mitra Celebrates Bhai Phota 2022 at Sonagachi