scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee: পেট্রোল ডিজেলে কেন্দ্রের রাজস্ব ছাড়ে বাংলার ভাগ রয়েছে, দাবি মমতার

Mamata Banerjee: পেট্রোল ডিজেলে কেন্দ্রের রাজস্ব ছাড়ে বাংলার ভাগ রয়েছে, দাবি মমতার

কেন্দ্র পেট্রোলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমিয়েছে। এর ফলে পেট্রোলে ৯ ও ডিজেলে ৭ টাকা দাম কমে যায়। স্বাভাবিকভাবে রাজ্যের ওপর শুল্ক কমানোর চাপ বাড়তে থাকে। সোমবার এব্যাপারে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যে কর ছাড় দিয়েছে, তাতে ভাগ রয়েছে রাজ্যেরও। কেন্দ্রের শুল্ক কম করায়, রাজ্যের কর কমেছে ২ টাকা ৮০ পয়সা। এর মধ্যে ১ টাকা ৮০ পয়সা আগেই কেন্দ্রের করের কারনে কমে গিয়েছে। অন্যদিকে ডিজেলে ২ টাকা ৩ পয়সা কমেছে রাজ্যের কর। এরফলে রাজ্যের মোট রাজস্ব বেরিয়ে যাবে ৬৪১.৩৪ কোটি টাকা।

Bengal CM Mamata Banerjee Slams Central Govt Over Fuel Price Issue

Advertisement