এবার বায়ো ওয়েস্ট থেকে বায়ো গ্যাস তৈরির পরিকল্পনা গ্রহণ করল কলকাতা পুরসভা। আজ কলকাতায় ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি সিএনজি প্লান্টের উদ্বোধন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আপাতত বায়ো ওয়েস্ট থেকে প্রসেসিং করে তৈরি এই বায়োগ্যাস ব্যবহার করা হবে কলকাতা পুরসভার বিভিন্ন গাড়িতে। পরবর্তীতে সমস্ত ডিজেল চালিত গাড়িগুলিকে ধাপে ধাপে সিএনজি চালিত গাড়িতে কনভার্ট করা হবে। এরফলে পুরসভার খরচ এবং শহরের দূষণ দুটোই কমানো সম্ভব হবে।”
Mayor Firhad Hakim inaugurates a CNG plant in Kolkata Today