scorecardresearch
 
Advertisement

Dilip Ghosh: 'রেডিও-ই ভালো, সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে', অভিষেককে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh: 'রেডিও-ই ভালো, সামনে গেলেই তো লোকে চোর চোর বলবে', অভিষেককে কটাক্ষ দিলীপের

“রেডিও-ই ভাল, সামনে গেল তো লোকের চোর চোর বলবে, আর গাড়ি আটকাবে। সেই থেকে বাঁচার জন্য রেডিও নাটক।” এদিন সকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি নিয়ে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। পাশাপাশি কুড়মি নেতা রাজেশ মাহাত গ্রেফতার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “কিরকম দ্বিচারিতা দেখুন। বলছে কুড়মিরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। এই সুযোগে বিজেপিকে পিষে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি খুব সাবধান। বিজেপির গায়ে হাত দেবেন না, হাত জ্বলে যাবে। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি জঙ্গলমহলে যদি একজন বিজেপি কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে তৃণমূলের কাউকে ঢুকতে দেব না, থাকতে দেব না। এর জের কালীঘাট পর্যন্ত যাবে।”

Dilip Ghosh's Reaction On Kurmi Leader Rajesh Mahato Arrest

Advertisement