আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস । নিমতলা ঘাটে মাল্য দান করলেন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। রাজ্যের পর্যটন দফতর এবার পর্যটন সার্কিটে নিমতলায় কবিগুরুর সমাধিস্থল থাকবে। জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই সার্কিটে থাকবে বোলপুর শান্তিনিকেতন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তার সঙ্গে যুক্ত করা হচ্ছে নিমতলা শ্মশানঘাট লাগোয়া কবিগুরুর সমাধিস্থল। গঙ্গার ধারে মনোরম পরিবেশে ইতিমধ্যেই এই সমাধিস্থলের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণ করেছে কোলকাতা পুরসভা। ইতিমধ্যেই পর্যটন দফতরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।