scorecardresearch
 
Advertisement

Kunal Ghosh On RG Kar Case: 'এখন আর CBI মানি না বললে চলবে না', আরজি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিনে কটাক্ষ কুণালের

Kunal Ghosh On RG Kar Case: 'এখন আর CBI মানি না বললে চলবে না', আরজি কর-কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিনে কটাক্ষ কুণালের

'কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কারা বলেছিল,সিবিআই চেয়েছিল। তারা বুঝবে'। প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়,' আমরা বারবার বলেছি, কলকাতা পুলিশের হাতে যদি এই তদন্ত থাকত, কুলতলি ও ফরাক্কার ঘটনা দেখেছেন সেভাবেই এই ঘটনায় সাজা ঘোষণা হয়ে ফাঁসি হয়ে যেত। এখন যাঁরা সিবিআইকে নেমন্তন্ন করে ডেকে এনেছে তাঁরা বুঝবে'।

Advertisement