scorecardresearch
 
Advertisement

Snehasish Chakraborty: ধাপে ধাপে কমানো হবে পেট্রল-ডিজেল চালিত বাহন, রাজ্যে বাড়ানো হবে EV; ঘোষণা পরিবহন মন্ত্রীর

Snehasish Chakraborty: ধাপে ধাপে কমানো হবে পেট্রল-ডিজেল চালিত বাহন, রাজ্যে বাড়ানো হবে EV; ঘোষণা পরিবহন মন্ত্রীর

পরিবেশের দূষণের মাত্রা যদি কমানো না যায়, শব্দ দূষণকে যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই পৃথিবী মানুষের বাসযোগ্য আর থাকবে না। সে কারণেই আগামী ২০৩০ সালের মধ্যে শহর কলকাতা থেকে শহরতলী এমন কি জেলার বাস সার্ভিসেও বড়সড় পরিবর্তন আনা হবে,বলে এদিন জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি আরো বলেন ধাপে ধাপে তৈল চালিত যানবাহনের সংখ্যা কমিয়ে ফেলা হবে। তৈল চালিত যানবাহনের বদলে ইলেকট্রিক ভেহিকেলকে আরো বেশি করে রাস্তায় নামানো হবে। রাজ্যের পরিবেশ দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে রাস্তায় বিভিন্ন ধরনের শোভাযাত্রা করা হয় এদিন। তারই সূচনা করে মানুষের মধ্যে ই-ভেইকেল বা ব্যাটারি অপারেটর গাড়ির চাহিদা বৃদ্ধির লক্ষ্যে ও সে সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন স্নেহাশীষ চক্রবর্তী।

Snehasish Chakraborty said Petrol-diesel vehicles will be phased out from state.

Advertisement