পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। জানালেন, পার্থ চট্টোপাধ্যায় ED-কে সাহায্য করছে কি না তা তিনি জানেন না। এই ব্যাপারে দলই শেষ কথা বলবে। তবে তিনি এর আগে CBI ও ED-কে সহযোগিতা করেছেন বলে দাবি করেন। কামারহাটির বিধায়কের কথায়, 'ED থেকে শুরু করে CBI, বিগত দিনেও যতবার ডেকেছে ততবারই আমরা সহযোগিতা করেছি। আবারও যদি ডাকে,যাব। তাদের কাজে সহযোগিতা করব।'
TMC MLA Madan Mitra On ED-CBI