scorecardresearch
 
Advertisement

Weather Update: নিম্নচাপের জেরে বুধবার তাপমাত্রা পৌঁছোবে 40° উপর

Weather Update: নিম্নচাপের জেরে বুধবার তাপমাত্রা পৌঁছোবে 40° উপর

আগামী চার দিনে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় 40 ডিগ্রির উপর তাপমাত্রা পৌঁছে যাবে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। 1 জুনের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4° বৃদ্ধি পাবে। 2 তারিখ থেকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 3 তারিখ এইসব জেলা সহ নদিয়া ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি থাকছে বলে হাওয়া অফিস জানিয়েছে। অন্য জেলাতে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা আগামী দুদিনে তাপমাত্রা 39 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। আগামী দু'দিনে কলকাতার ও তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তি পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

west bengal kolkata weather update and forecast.

Advertisement