scorecardresearch
 
Advertisement

West Bengal SSC Scam Updates: ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত সুবীরেশের

West Bengal SSC Scam Updates: ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত সুবীরেশের

এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ হয়ে গেল। ২৬ সেপ্টেম্বর, সোমবার পর্যন্ত সিবিআই হেফাজত হল তাঁর। প্রাথমিক ভাবে আদালত এই আবেদনে রায়দান আপাতত স্থগিত রাখে। পরে ২৬ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজত হয় সুবীরেশের। সুবীরেশের আইনজীবী তমালকান্তি মুখোপাধ্যায় বলেন, ওঁর ২৬ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজত হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী থাকার আবেদন করা হয়েছে। এ নিয়ে এখনও কোনও নির্দেশ আদালত দেয়নি, রায় স্থগিত রাখা হয়েছে।

Subiresh Bhattacharya has been remanded in CBI custody by the court till September 26

Advertisement