scorecardresearch
 
Advertisement

VIDEO: দলত্যাগ বিরোধী আইন কী ? জেনে নিন

VIDEO: দলত্যাগ বিরোধী আইন কী ? জেনে নিন

বাংলার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এত দলবদল কখনও দেখেনি গত ১০ বছরে যা দেখা গিয়েছে। ২০১১ সালে যে ধারা দেখা গিয়েছিল ২০২১-এও সেই ট্র্যাডিশন অব্যাহত। এবার প্রথম বিধায়ক হিসাবে বিজেপি থেকে তৃণমূলে এলেন মুকুল (Mukul Roy)। মুকুল যেতেই আরও একাধিক বিরোধি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে (TMC)। এই অবস্থায় দলে ভাঙন রুখতে সক্রিয় হয়েছে বিজেপি। দলত্যাগ বিরোধী আইন (Anti Defection Law) কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কী এই দলত্যাগ বিরোধী আইন? বিস্তারিত জানুন ভিডিয়োতে।

Advertisement