scorecardresearch
 
Advertisement

Sea food : প্রায়ই মেনুতে সি ফুড রাখছেন? সাবধান থাকুন মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার!

Sea food : প্রায়ই মেনুতে সি ফুড রাখছেন? সাবধান থাকুন মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার!

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য পড়ছে সমুদ্রে। তাতেই বিষাক্ত হয়ে উঠেছে সমুদ্রের জল। আর এই ঘটনায় চিন্তার ভাজ কপালে পড়েছে চিন প্রশাসনের। চিনে সমুদ্রের মাছ খাওয়ার ওপরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোটা বিষয়ে পরিষ্কার করে বলছি। সম্প্রতি জাপান ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বর্জ্য সমুদ্রে ফেলার অনুমতি পেয়েছে। হু আগেই জাপান সরকার তাদের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য প্রশান্ত মহাসাগরে ফেলতে চেয়েছিল। কিন্তু দেশের জনগণ তার বিরোধিতা করায়, তখন সেকাজ সম্ভব হয়নি। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। দুই বছর ধরে সেই তদন্ত চলে। আর সেই তদন্তের সিদ্ধান্তই পৃথিবীকে অন্ধকারের পথে নিয়ে যেতে পারে বলেই আশঙ্কা।

Can you eat seafood everyday?

TAGS:
Advertisement