scorecardresearch
 

Menstruation Problems: যে বয়সে পিরিয়ড শুরু হওয়া 'মারাত্মক', চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট

গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ২০ থেকে ৬৫ বছর বয়সী ১৭ হাজার ৩০০-র বেশি বেশি যুবতী এবং মাঝবয়সী মহিলাদের উপর একটি স্টাডি করেন। পিরিয়ড শুরু হওয়ার বয়সের ভিত্তিতে তাঁদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, যার মধ্যে মেয়েদের বয়স ছিল ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং তার বেশি।

Advertisement
Menstruation Menstruation
হাইলাইটস
  • কী বলছে গবেষণা?
  • কোন মহিলাদের ঝুঁকি বেশি?
  • ওজন এবং পিরিয়ডের সম্পর্ক

Menstruation at an early age: যদিও মেয়েদের ১১ থেকে ১৫ বছর বয়সের মধ্যে পিরিয়ড হওয়া শুরু হয়, কিন্তু সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে, মেয়েদের কম বয়সে পিরিয়ড শুরু হয়, তাদের পরবর্তীকালে ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। এমনকী হার্ট অ্যাটাকের ঝুঁকিও।

কী বলছে গবেষণা?

গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ২০ থেকে ৬৫ বছর বয়সী ১৭ হাজার ৩০০-র বেশি বেশি যুবতী এবং মাঝবয়সী মহিলাদের উপর একটি স্টাডি করেন। পিরিয়ড শুরু হওয়ার বয়সের ভিত্তিতে তাঁদের বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, যার মধ্যে মেয়েদের বয়স ছিল ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং তার বেশি।

আরও পড়ুন

বিএমজে নিউট্রিশন প্রিভেনশন অ্যান্ড হেলথ জার্নালে ৫ ডিসেম্বর প্রকাশিত স্টাডি অনুসারে, অল্প বয়সে পিরিয়ড শুরু হলে ৬৫ বছর বয়সের আগে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে যে মেয়েদের ১০ বছর বয়সের আগে পিরিয়ড শুরু হয়, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। 

লুইসিয়ানার Tulane বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন, ১ হাজার ৭৭৩ জন মহিলার টাইপ 2 ডায়াবেটিস ছিল এবং তাঁদের মধ্যে ২০৫ জনের হার্টের সমস্যাও ছিল। এই সমস্ত মহিলাই ছিলেন যাদের পিরিয়ড শুরু হয়েছিল ১৩ বছর বয়সের আগে।

ঋতুস্রাবের সঠিক বয়স
ঋতুস্রাবের সঠিক বয়স

কোন মহিলাদের ঝুঁকি বেশি?

গবেষণায় দেখা গিয়েছে, যে মেয়েদের ১০ বছর বা তার কম বয়সে তাদের পিরিয়ড শুরু হয়, তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি ৩২ শতাংশ বেশি, ১১ বছর বয়সে ১৪ শতাংশ বেশি ঝুঁকি এবং ১২ বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে ২৯ শতাংশ বেশি ঝুঁকি। 

ডায়াবেটিসে আক্রান্ত মহিলারা, যাঁদের খুব তাড়াতাড়ি পিরিয়ড শুরু হয়েছিল, তাঁদের স্ট্রোকের ঝুঁকি বেশি হলেও, কার্ডিওভাসকুলার রোগের সামগ্রিক ঝুঁকি নেই। ডায়াবেটিসে আক্রান্ত মহিলারা যাদের ঋতুস্রাব ১০ বছর বা তার কম বয়সে শুরু হয়েছিল, তাদের স্ট্রোকের ঝুঁকি প্রায় তিনগুণ।

Advertisement
ঋতুস্রাবের সঠিক বয়স
ঋতুস্রাবের সঠিক বয়স

বিএমজে-তে প্রকাশিত গবেষণার ফলাফলের ভিত্তিতে বলা হয়েছে, পিরিয়ড দেরিতে অর্থাৎ ১৩ বছর বয়সের পর শুরু হলে এই ধরনের ঝুঁকি কম থাকে। কারণ যদি পিরিয়ড তাড়াতাড়ি শুরু হয় তবে মেনোপজ পর্যন্ত দীর্ঘ সময় শরীর ইস্ট্রোজেনের সংস্পর্শে থাকে, যার কারণে এই সমস্যা হতে পারে।

ওজন এবং পিরিয়ডের সম্পর্ক

নটরডেম অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির হেলথ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী ক্লিনিক্যাল প্রফেসর জুলি কুইনলিভান বলছেন,এই গবেষণার ফলাফল বিস্ময়কর নয়। বয়ঃসন্ধির সূত্রপাত সরাসরি ওজন এবং শরীরের ভর সূচক এবং লেপটিন হরমোনের সঙ্গে সম্পর্কিত। এমতাবস্থায় মেয়েটির ওজন বাড়লে লেপটিনের মাত্রা পরিবর্তিত হয় এবং সে অল্প বয়সেই বয়ঃসন্ধির মধ্য দিয়ে যেতে শুরু করে।

Advertisement