অ্যান্টিবায়োটিক (Antibiotic) নিয়ে উদ্বেগজনক রিপোর্ট এবার দেশের মেডিক্যাল প্যানেলের সর্বোচ্চ সংস্থা ICMR-এর (Indian Council of Medical Research) । রিপোর্টে বলা হল, ভারতে কোনও রোগে অ্যান্টিবায়োটিক চিকিত্সায় সাড়া দেওয়া কমে গিয়েছে। মোদ্দা কথা, বেশির ভাগ অ্যান্টিবায়োটিক ওষুধে আর কাজ হচ্ছে না মানবশরীরে।
কোন কোন রোগে অ্যান্টিবায়োটিক কাজ করছে না?
ICMR-এর রিপোর্ট বলছে, কয়েকটি রোগ যেমন, মূত্রনালীতে সংক্রমণ (UTI), রক্তে সংক্রমণ, নিউমোনিয়া ও টাইফয়েডের চিকিত্সায় কাজ করছে না অ্যান্টিবায়োটিক ওষুধ। কারণ, যে ব্যাক্টেরিয়ার কারণে ওই রোগগুলি, বাজারে যে সব অ্যান্টিবায়োটিক রয়েছে, তাতে কাজ হচ্ছে না।
ব্যাক্টেরিয়া নিধনে মাত্র ২০ শতাংশ কাজ করছে
ICMR-এর সম্প্রতি সাধারণ অ্যান্টিবায়োটিকের ব্যবহার ও চিকিত্সা নিয়ে একটি গবেষণ রিপোর্ট সামনে এনেছে। ওই সার্ভেতে মূলত ফোকাস করা হয়েছিল, নিউমোনিয়া, সেপসিস, শ্বাসনালীর সংক্রমণ ও ডায়েরিয়ার মতো রোগে সাধারণ অ্যান্টিবায়োটিক কতটা কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, ৯৯ হাজার ৪৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল সরকারি ও বেসরকারি হেল্থকেয়ার সেন্টার থেকে। সাধারণ অ্যান্টিবায়োটিক কাজ করছে না মূলত, E. coli, Klebsiella pneumoniae, Pseudomonas aeruginosa ও Staphylococcus aureus ব্যাক্টেরিয়ার ক্ষেত্রে। এই ধরনের ব্যাক্টেরিয়া পাওয়া যায় রক্তে, প্রস্রাবে, শ্বাসনালীতে ও অন্যান্য সংক্রমণে। একাধিক অ্যান্টিবায়োটিক, যেমন, cefotaxime, ceftazidime, ciprofloxacin ও levofloxacin-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই সব ব্যাক্টেরিয়া নিধনে মাত্র ২০ শতাংশ কাজ করছে।
অনেক অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা ক্রমাগত কমেছে
রিপোর্টে আরও বলা হয়েছে, অনেক অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা ক্রমাগত কমেছে। যেমন piperacillin-tazobactam অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা ৫৬.৮ শতাংশ ছিল ২০১৭ সালে। ২০২৩ সালে তা কমে হয়েছে ৪২.৪ শতাংশ।
ICMR-এর রিসার্চ বলছে, যে ব্যাক্টেরিয়ার জন্য গ্যাস্ট্রিয়োন্টেরাইটিস হয়, সেই Salmonella typhi ব্যাক্টেরিয়াটি ৯৫ শতাংশ অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। তাই আইসিএমআর-এর পরামর্শ, অবিলম্বে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে। বস্তুত, ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি সার্ভেতে দেখা গিয়েছিল, ভারে অর্ধেক অ্যান্টিবায়োটিক কাজই করছে না।