সারাদিন কম্পিউটার বা ল্যাপটপে কাজ করলে অনেক সময় আঙ্গুল,তালু এবং কখনও কখনও পুরো হাতেই ব্যথা অনুভব হয়। আড়ষ্ট লাগে। এটিকে কার্পাল টানেল সিন্ড্রোম বলে। কারপাল টানেল সিনড্রোমের কারণে হাতে এবং কব্জিতে তীব্র ব্যথা হয়। এই সিন্ড্রোম পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে তিনগুণ বেশি ঘটে। অনেক সময় এক হাতের অতিরিক্ত ব্যবহার, কম্পিউটার বা ল্যাপটপে আঙুল তোলা বা হাতের দুর্বল অবস্থানের কারণে এমনটা হয়।