scorecardresearch
 

Holi 2021: রং বরসে! হোলিতে Whatsapp, Facebook, Instagram-এ শেয়ার করুন রঙিন বার্তা

রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবেন সকলে। এই বছর হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষেরা এই বছর কাটাবেন হোলি। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না।

Advertisement
হোলির শুভেচ্ছা বার্তা হোলির শুভেচ্ছা বার্তা
হাইলাইটস
  • রাত পোহালেই হোলির উৎসবে মেতে উঠবেন সকলে।
  • এই বছর হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য।
  • তবে বন্ধু কিংবা আত্মীয়দের ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন।

 রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয়। বাঙালিরা প্রধানত বসন্ত উৎসব বা দোলযাত্রা পালন করেন। হোলি অবাঙালিদের উৎসব হলেও বর্তমানে সবটাই মিলেমিশে গেছে। আসলে উৎসবের আমেজে গা ভাসানোটাই আসল।

হোলিতে রাধা-কৃষ্ণের পুজো করা হয় বিশেষত। শোনা যায়, দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। দোল উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে পরিচিত মথুরা ও রাধার জন্মস্থান বৃন্দাবনে প্রায় ১৬ দিন ধরে বিশেষ উৎসব পালিত হয়। 

হোলি

সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। আর দোলের ঠিক পরের দিন আগামী ২৯ মার্চ পালিত হবে হোলি। যদিও অন্যান্য অনেক উৎসবের মতো এবার হোলির আনন্দ কিছুটা ভাঁটা পড়েছে করোনা অতিমারীর জন্য। তাই ঘরোয়া ভাবেই বেশীরভাগ মানুষেরা এই বছর কাটাবেন হোলি। কিন্তু শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে নিন দোলযাত্রা বা বসন্ত উৎসবে নিজের ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি। 

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ঠান্ডাই! রইল সহজ রেসিপি 

হোলি

হোলির ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস 

* রঙের এই উৎসবে আপনার জীবন রঙে ভরে উঠুক। হ্যাপি হোলি!

হোলি


*  আপনার হোলির অনেক শুভেচ্ছা! আগামী দিনগুলি রঙিন কাটুক।

হোলি

* বছরের সেরা সময় এসে গেছে! সমস্ত সুন্দর রঙে ভরে উঠুক তোমার জীবন। হোলি ভাল কাটুক এই কামনা করি।

Advertisement
হোলি

* হোলি শুধু একটা দিনের উদযাপন নয়। এটি প্রেম, আবেগ এবং রঙে পূর্ণ  এক ঋতু। শুভ হোলি! 

হোলি

* হোলির সম্পূর্ণ দিনটি উপভোগ করুন। আপনার ও আপনার পরিবারের জন্য হোলির শুভেচ্ছা রইল। 

হোলি

* আগামী বছরটি সমৃদ্ধ এবং সুখে ভরা হোক থাকুক এবং প্রতিদিন হোলির মতোই রঙিন হোক। হোলি মোবারক!

হোলি

* রং বরসে! হোলির শুভেচ্ছা সকলকে। 

আরও পড়ুন: 'রঙ বরসে' টু 'বসন্ত এসে গেছে'! হোলির সেরা গানগুলি এক নজরে 

হোলির আগে হোলিকা দহন রীতির মাধ্যমে মনে করা হয় যে মনের সব লোভ, হিংসা, পাপ ও সমস্ত নেতিবাচক শক্তি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। রকমারি রঙ বার্তা বহন করে জীবনের অনেক আনন্দ ও পজিটিভিটির। আজতক বাংলার তরফ থেকেও সকলকে অনেক শুভেচ্ছা। আনন্দে কাটুক সকলের হোলি। 

Advertisement