প্রায়শই শোনা যায়, গ্রামের লোকজনের শরীর-স্বাস্থ্য ভালো থাকে। বেশি ফিট থাকে শরীর। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের নেতৃত্বে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গ্রামে বসবাসকারী শিশুদের তুলনায় শহরে বসবাসকারী শিশুদের বেড়ে ওঠার মান কম। কম হচ্ছে উচ্চতাও।
গবেষণায় দেখা গেছে, গ্রামে বসবাসকারী শিশুরা শহরে বসবাসকারী শিশুদের তুলনায় বেশি স্বাস্থ্যবান। সবচেয়ে বড় কথা হল তাদের উচ্চতা শহরের শিশুদের চেয়ে বেশি। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণায় দেখা গেছে শহর ও গ্রামে বসবাসকারী শিশুদের উচ্চতা ও ওজনে অনেক পার্থক্য রয়েছে। এ বিষয়ে তথ্য দিতে গিয়ে স্যার গঙ্গারামের বায়োট্রিক সার্জন ডা. মুকুন্দ খৈতান বলেন, আসলে শহর ও গ্রামের শিশুদের জীবনযাত্রায় অনেক পার্থক্য রয়েছে। এমনকি শহরগুলোতে শিশুদের খাবার-দাবারও সেভাবে নেই।
একইসঙ্গে এ বিষয়ে সাধারণ মানুষের মতামতও ছিল একই রকম। শহরের বাসিন্দাদের মতে, শিশুরা বেশিরভাগ সময় ফোনে এবং বাড়িতে কাটায়, তারা গ্রামের শিশুদের মতো খেলাধুলা করে না। . শহর ও গ্রামে বসবাসকারী শিশুদের ওজন নিয়েও একটি সমীক্ষা চালানো হয়েছিল, যেখানে দেখা গেছে যে বেশিরভাগ দেশেই শহরে বসবাসকারী শিশুদের দৈর্ঘ্য ও উচ্চতা হ্রাস পেয়েছে। যেখানে গ্রামে বসবাসকারী শিশু-কিশোরদের দেশীয় খাবারের কারণে তাদের বৃদ্ধির উন্নতি হয়েছে।
গ্রামের তুলনায় শহরে সব সুযোগ-সুবিধা পাওয়া গেলেও শিশুরা সুস্থ থাকতে পারছে না। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণার বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি ডব্লিউ পান্ডে বলেছেন, শিশুদের খাবারে পুষ্টি সম্পূর্ণ, কিন্তু শরীরচর্চার অভাবে শিশুরা গড়ে উঠতে পারছে না। তিনি বলেন, গ্রামের শিশুরা খেলাধুলায় বেশি জড়িত, তাই তারা বেশি ফিট।
আরও পড়ুন-রোদে বেরিয়ে মুখ-শরীর পুড়েছে? এই ঘরোয়া টোটকাতেই গ্ল্যামার ফেরে জলদি