করোনা মহামারির (COVID Pandemic) অন্তিম লগ্নে বিশ্ব। এটা যেমন সুখের খবর, তেমনই আরও একটি খারাপ খবরও উদ্বেগ বাড়াচ্ছে বিজ্ঞানীদের। তা হল সুপারবাগ। মার্কিন যুক্তরাষ্ট্রে যা হু হু করে ছড়িয়ে পড়ছে। বিশ্বেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সুপারবাগটি মূলত যৌন অক্ষম করে দিচ্ছে মানুষকে।
কী ক্ষতি করছে সুপারবাগ?
জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বে দ্রুত গতিতে সংক্রামক এই সুপারবাগ মূলত সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (SIT)-এর জন্ম দিচ্ছে শরীরে। ফলে অল্প দিনের মধ্যেই মানুষকে যৌন অক্ষম করে তুলছে। যার নির্যাস, অচিরেই জন্মের হার মারাত্মক ভাবে কমতে শুরু করবে।একসময় থেমে যাওয়ারও সম্ভাবনা প্রবল। আরও আশঙ্কার বিষয় হল, কোনও অ্যান্টিবায়োটিক কাজ দিচ্ছে না। ফলে ডাক্তাররা কোনও চিকিত্সা খুঁজে পাচ্ছেন না (m genitalium treatment)। এই সুপারবাগটির নাম মাইকোপ্লাজমা জেনিটেলিয়াম (M Genetalium)।
বিজ্ঞানীরা বেশি করে চিন্তিত আরও একটি বিষয় নিয়ে, এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের চিকিত্সায় সবচেয়ে বেশি যে সব অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহৃত হয়, অর্থাত্ অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন সহ কোনও কাজে লাগছে না। গবেষকরা বলছেন, চিকিত্সার অন্য বিকল্পও রয়েছে, কিন্তু তার পার্শ্বপ্রতিক্রিয়ায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে তো একেবারেই ব্যবহার করা যাবে না। এমনকী কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ওই সব কড়া ওষুধেও কাজ করছে না।
বিনা লক্ষণ দিয়েই ধীরে ধীরে পাকছে এই রোগ (m genitalium symptoms)
M.Genetalium বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, খুব বেশি প্রকট হচ্ছে না, কিন্তু কারও কারও শরীরে দীর্ঘ দিন ধরে রয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছেন, এই রোগটির সমস্যা হল, দ্রুত ধরা পড়ছে না। বাড়াবাড়ি হলে, যৌনাঙ্গে রক্তপাত, জ্বালা বা যন্ত্রণা হতে পারে।
রোগটি কি ছোঁয়াছে?
মার্কিন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত যৌন সম্পর্কেই মহিলা ও পুরুষদের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ছে। কোনও মহিলা গর্ভবতী হলে, তাঁর সন্তানও এই রোগ নিয়ে জন্মাচ্ছে।
সুপারবাগ থেকে কী কী রোগ
২০২১ সালে আমেরিকায় ১০টির বেশি রিসার্চে দেখা গিয়েছে, এই রোগে আক্রান্ত মহিলার প্রিম্যাচিওর সন্তান জন্ম হচ্ছে।