scorecardresearch
 

Omicron vs Delta : ওমিক্রন না ডেল্টা, আপনি কোন ভ্যারিয়ান্টে আক্রান্ত? জানুন এভাবে

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানের এক অধ্যাপকের সমীক্ষা অনুযায়ী, ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকারক, তবে অনেক বেশি সংক্রামক। ডেল্টার তুলনায় ওমিক্রন ৪.২ গুণ দ্রুতগতিতে ছড়ায়। একইসঙ্গে ভ্যাকসিন বা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও খুব সহজেই হারিয়ে দেয়। 

Advertisement
প্রতীকী ছবি (সূত্র-গেটি) প্রতীকী ছবি (সূত্র-গেটি)
হাইলাইটস
  • ডেল্টার থেকে ওমিক্রন বেশি সংক্রামক
  • ওমিক্রনে ফুসফুসে কম ক্ষতি করে
  • ওমিশিওর কিট দিয়ে চিহ্নিত করা যায় ওমিক্রন

ওমিক্রন (Omicron Variant) আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে। এর আগে ডেল্টা ভ্যারিয়ান্টের (Delta Variant) সময়ও ভীষণই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন মানুষ। তবে বিশেষজ্ঞরার জানাচ্ছেন, ওমিক্রন অতিরিক্ত সংক্রামক হলেও ডেল্টার চেয়ে কম ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বিষয় যার দ্বার যে কেউ সহজে বুঝতে পারবেন যে তিনি ডেল্টায় আক্রান্ত নাকি ওমিক্রনে। 

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞানের এক অধ্যাপকের সমীক্ষা অনুযায়ী, ডেল্টার তুলনায় ওমিক্রন কম ক্ষতিকারক, তবে অনেক বেশি সংক্রামক। ডেল্টার তুলনায় ওমিক্রন ৪.২ গুণ দ্রুতগতিতে ছড়ায়। একইসঙ্গে ভ্যাকসিন বা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকেও খুব সহজেই হারিয়ে দেয়। 

medRxiv সাইটে প্রকাশিত একটি ফরাসী সমীক্ষা অনুযায়ী, ওমিক্রন ভ্যারিয়ান্ট ডেল্টার তুলনায় ১০৫ শতাংশ বেশি সংক্রামক। এখনও পর্যন্ত যে ডেটা পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী ওমিক্রন খুবই কম সময়ে অনেক বেশি মানুষকে আক্রান্ত করেছে। 

ডেল্টার চেয়ে আলাদা ওমিক্রনের লক্ষণ
দক্ষিণ আফ্রিকা মেডিক্যাল অ্যাসোসিয়েশানের অধ্যক্ষ ডাঃ অ্যাঞ্জেলিকা কোয়েনজি বলেন যখন প্রথম ওমিক্রন ভ্যারিয়ান্টের হদিশ পাওয়া যায় সেই সময় রোগীদের কোনও বড় উপসর্গ ছিল না। শুধু মাত্র গলা ব্যাথা এবং হালকা জ্বর ছিল, যা সহজেই সেরে যাচ্ছিল। 

উপসর্গ দেখে কীভাবে বোঝা যাবে কোন ভ্যারিয়ান্ট?
এই দুই ভ্যারিয়ান্টের তুলনা করতে গিয়ে ডাঃ এসএন অরবিন্দ,  Consultant - Internal Medicine, Aster RV Hospital, JP Nagar, Bengaluru, জানান কোভিড ১৯ (Covid 19) এর প্রভাব বিভিন্ন ব্যক্তির দেহে বিভিন্নরকম হতে পারে। তিনি জানান ওমিক্রনে গন্ধ হারিয়ে যাওয়ার পরিমান কম। একইসঙ্গে ওমিক্রন ফুসফুসেও ক্ষতি কম করছে, যার ফলে অক্সিজেনের প্রয়োজন কম পড়ছে। এছাড়া ওমিক্রনে শ্বাসকষ্টও তেমন দেখা যাচ্ছে না। যদিও তিনি মনে করেন যে লক্ষণগুলির পার্থক্য স্পষ্টভাবে জানতে আরও গবেষণা এবং গভীরভাবে বোঝা প্রয়োজন। 

Advertisement

এই টেস্টিং কিটে বোঝা যাবে ওমিক্রন
ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত কিনা জানতে টাটা মেডিক্য়াল অ্যান্ড ডায়গোনস্টিক্সের তৈরি 'ওমিশিওর' নামে একটি আরটি-পিসিআর কিটকে অনুমোদন দিয়েছে। এতে নয়া ভ্যারয়ান্টকে চিহ্নিত করা যাবে। কিটের দাম করা হয়েছে ২৫০ টাকা। 

 

Advertisement