মানুষের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। দিনের কখন কী করা উচিত, আর কখন কী করা উচিত নয়, সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। সেক্ষেত্রে সকালে উঠে কী করা উচিত সেই বিষয়ে বাড়ির বড়রা প্রায়শই বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। অবশ্য ছোটরা অনেক সময় বড়দের কথায় গুরুত্ব দেয় না। কিন্তু বাস্তু অনুসারে এমন কিছু টিপস আছে, যা সকালে উঠে মেনে চললে ভাগ্য খুলে যায়। আবার কিছু কাজ আছে যেগুলি ভুলবশত করে ফেললে, দুর্ভাগ্যের শিকারও হতে পারেন। তাই সকালে উঠে কী করবেন আর কী করবেন না, চলুন সেই বিষয়টিই জেনে নেওয়া যাক।
সকালে উঠে যা যা দেখবেন না...
১. আয়না : সকালে ঘুম থেকে উঠে কখনওই আয়নার দিকে তাকানো উচিত নয়। কথিত আছে, সকালে আয়না দেখলে রাতের সমস্ত নেতিবাচকতা আয়নায় দেখতে পাওয়া যায়।
২. ছায়া : দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পর নিজের বা অন্য কারও ছায়া দেখা উচিত নয়। বিশেষত পশ্চিমের ছায়া। কারণ বাস্তু অনুসারে এটিকে রাহুর লক্ষণ ধরা হয়। তাই পশ্চিম দিকে ছায়া দেখা খুবই অশুভ বলে মনে করা হয়।
৩. বন্য প্রাণীর ছবি : অনেকের বাড়িতেই হিংস্র বা বন্য প্রাণীর ছবি থাকে, যা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কখনওই দেখা উচিত নয়। তাই সকালে এই ধরনের ছবি এড়িয়ে চলুন।
৪. এঁটো বাসন : সকালে উঠে কখনওই এঁটো বাসনের দিকে তাকাবেন না। বাস্তু বলছে রাতেই সব পাত্র পরিষ্কার করে রাখা ভাল।
সকালে ঘুম থেকে উঠে যা করা উচিত
বাস্তু মতে, সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে নিজের হাতের তালু দেখুন। কারণ হাতের তালুতে কৃষ্ণ, সরস্বতী ও লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। হাতের তালুকে পদ্ম বলা হয়। হাতের তালু দেখে ভগবানের নাম নিয়ে মুখে ঘষে নিন। তারপর আপনার দিনের নতুন সূচনার জন্য প্রার্থনা করুন। এর পরে জল পান করুন এবং সূর্যদেবকে দেখুন। আর যাঁরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন, তাঁরা চন্দ্রের দর্শণও করতে পারেন।
আরও পড়ুন - ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কের নিয়মে বড় বদল, জরুরি তথ্য