scorecardresearch
 
Advertisement
পর্যটন

Ladakh Tour Package: সস্তায় লাদাখ নিয়ে যাচ্ছে IRCTC, প্যাকেজ কেমন-কীভাবে বুকিং?

লাদাখ ভ্রমণ
  • 1/12

১. আইআরসিটিসির একদিকে যেখানে ট্রেনের মাধ্যমে গোটা দেশে আলাদা আলাদা অংশের ট্যুর প্যাকেজ চালানো শুরু করেছে সেখানে দেশের আলাদা আলাদা অংশে অবস্থিত, যেসব জায়গার দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, সে সকল জায়গাতে সকলের জন্য টুর প্যাকেজ শুরু করেছে।

লাদাখ ভ্রমণ
  • 2/12

২. এই সূচির অঙ্গ অনুযায়ী আইআরসিটিসির আঞ্চলিক কার্যালয় লখনউ থেকে লাদাখ ভ্রমণের জন্য বিমান ভ্রমণের প্যাকেজ আনা হয়েছে। যে কেউ এই দুর্দান্ত প্যাকেজের সুবিধ নিতে পারবেন। আসুন জেনে নিই প্যাকেজের ডিটেলস।

লাদাখ ভ্রমণ
  • 3/12

৩. ৬ রাত এবং ৭ দিনের এই প্যাকেজে অগাস্ট এবং সেপ্টেম্বরের জন্য লঞ্চ করা হয়েছে। অগাস্ট মাসে ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত এবং সেপ্টেম্বর মাসে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে।

Advertisement
লাদাখ ভ্রমণ
  • 4/12

৪. কোন কোন জায়গায় ভ্রমণ করা যাবে?

ট্যুর প্যাকেজে পর্যটকদের লখনউ থেকে ভায়া নিউ দিল্লি আসা যাওয়ার ব্যবস্থা ফ্লাইটেই করা হবে। লখনউ টু লখনউ হিসেবে এই প্যাকেজ ধরা আছে। সেভাবেই প্ল্যান করতে হবে।

লাদাখ ভ্রমণ
  • 5/12

৫. খাওয়া-দাওয়া এবং থাকা

খাওয়া-দাওয়া এবং থাকার জায়গা নিয়ে থ্রি-স্টার হোটেলের সুবিধা পাবেন। যাত্রার সময় লেহ-তে হোটেলের রাত্রিবাস  এবং স্তুপ ও মঠ দর্শন, শ্যাম ভ্যালিতে লে প্যালেস, শান্তি স্তুপ, গুরুদ্বার, নুবরা ভ্যালিতে ক্যাম্পে রাত্রিবাস, স্থানীয় তুরতুক গ্রামে স্থানীয় জায়গায় সফরের সঙ্গে প্যাংগং লেকের ভ্রমণ করানো হবে।

লাদাখ ভ্রমণ
  • 6/12

৬. কত খরচ?

এই ট্যুর প্যাকেজের জন্য একজন ব্যক্তিকে থাকা ও খাওয়া ঘোরার সমস্ত কিছু নিয়ে মাথাপিছু ৫২ হাজার ৪০০ টাকা খরচ করতে হবে। এটা একজনের প্যাকেজের জন্য ধরা আছে।

লাদাখ ভ্রমণ
  • 7/12

৭. দুজনের টিম প্যাকেজ বুক করলে এই হিসেব বদলে যাবে। তাঁদের জন্য এই প্যাকেজের মূল্য ৪৬ হাজার ৪০০ টাকা জনপ্রতি হিসেবে ধরা হবে। 

Advertisement
লাদাখ ভ্রমণ
  • 8/12

৮. সেখানে ৩ জন যদি একসঙ্গে যান, তাদের প্যাকেজের মূল্য ৪৫ হাজার ৭০০ টাকা প্রতি খরচ করতে হবে। মা-বাবার সঙ্গে বাচ্চাদের থাকার জন্য প্রতি বাচ্চা প্যাকেজের মূল্য ৪৩ হাজার ৪০০ টাকা (আলাদা বিছানা) এবং ৩৯ হাজার ৬০০ টাকা (বিছানা নেই) করা হবে।

লাদাখ ভ্রমণ
  • 9/12

৯. কীভাবে বুকিং করবেন?

এই প্যাকেজে বুকিং এ আগে এলে আগে পাবেন ভিত্তিতে করা হবে। এই যাত্রার বুকিং এর জন্য পর্যটন ভবন, গোমতিনগর, আইআরসিটিসি কার্যালয়ে গিয়ে সরাসরি বুকিং করতে পারবেন। 

লাদাখ ভ্রমণ
  • 10/12

১০. এছাড়া যাঁরা বাইরে থেকে আসতে চান, তাঁরা আইআরসিটিসির ওয়েবসাইট www.irctctourism.com এ অনলাইন বুকিং করতে পারবেন।

লাদাখ ভ্রমণ
  • 11/12

১১. বিস্তারিত তথ্যের জন্য এবং বুকিং এর জন্য নিচে দেওয়া মোবাইল নম্বরেও ফোন করে যোগাযোগ করতে পারেন।

কানপুর 8287930927, 8287930930

লখনউ  8287930911/8287930902

Advertisement
লাদাখ ভ্রমণ
  • 12/12

এই সুযোগ সব সময় মেলে না। বছরে এক-আধবার এমন প্যাকেজ তৈরি করে আইআরসিটিসি। এই খরচে লাক্সারি ভ্রমণ করতে হলে সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।

Advertisement