Darjeeling Padmaja Naidu Zoological Park: দর্শক সংখ্যায় পুরনো সব রেকর্ড ভেঙে নয়া রেকর্ড কায়েম করল দার্জিলিংয়ের বিখ্যাত পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা।
দার্জিলিং চিড়িয়াখানায় শুক্রবার ৭২৫২টি টিকিট বিক্রি হয়েছে। এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষের মোট আয় হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। যা একদিনের আয়ের নিরিখে অতীতের সবচেয়ে বড় রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দার্জিলিং পাহাড়ে এই মুহূর্তে প্রচুর পরিমাণ পর্যটক রয়েছে। তাতে নতুন রেকর্ডও কত দিন টিঁকবে তা নিয়ে সন্দিহান পার্ক কর্তৃপক্ষ। যদিও তাঁরা এতে খুশিই হবেন।
এটি শুধু ভারতের নয়, পৃথিবীর উচ্চতম চিড়িয়াখানা। উচ্চতা প্রায় ৭৫০০ ফুট। ২৭.৩ হেক্টর জমির ওপর ১৯৫৮ সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয়েছিল। এই চিড়িয়াখানায় স্নো লেপার্ড থেকে শুরু করে, রেডপান্ডা, হিমালয়ান শিয়াল সহ একাধিক প্রাণীর ব্রিডিং করানো হচ্ছে।
অন্যদিকে, এদের মধ্যেই অনেক প্রাণীকেই পার্কে পর্যটকদের দেখার জন্যে রাখা হয়েছে। এর বাইরে বাঘ, ব্ল্যাক লেপার্ড, ব্লু শিপ, গরাল, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার সহ একাধিক প্রাণী রয়েছে। সম্প্রতি পার্কের মুকুটে জুড়েছে আরও এক জোড়া সাইবেরিয়ান বাঘ। সুদুর সাইবেরিয়া থেকে দুটি বাঘা আনা হয়েছে।
এছাড়া রয়েছে ইন্ডিয়ান স্যান্ড বোয়া, ইন্ডিয়ান রক পাইথন, রাসেসলস ভাইপারের মতো সরীসৃপ প্রাণী। তাই দার্জিলিংয়ে গেলে পর্যটকেরা একবার না একবার চিড়িয়াখানাতে ঢুঁ মারবেনই। প্রতি বছরই তাই গরমের ছুটিতে চিড়িয়াখানায় ভিড় হয়।
এই চিড়িয়াখানাটা গোটাটাই চড়াই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাই পরিশ্রমও হয় প্রচুর। পার্কের মধ্যেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট। যেটিতে তেনজিং নোরগে সহ পাহাড়ে চড়া সম্পর্কিত জিনিসের মিউজিয়াম রয়েছে।
এ বছর দার্জিলিং পাহাড়ে ভিড় অন্যান্যবারের তুলনায় অনেকটাই বেশি। তার প্রভাব গিয়ে পড়েছে পদ্মজা নাইডু চিড়িয়াখানাতেও। গত কয়েকদিন ধরেই ভিড় একটু একটু করে বাড়ছিল। তাই ভিড় সামাল দিতে সময় কিছুটা বাড়িয়েছিল কর্তৃপক্ষ। পাশাপাশি টিকিট কাউন্টারের সংখ্যাও বাড়ানো হয়েছে।
শুক্রবার একসঙ্গে কয়েকহাজার পর্যটক গিয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায়। দিনের শেষে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার যে আয় হয়েছে তা পদ্মজা নাইডুর ইতিহাসে প্রথম।