দুর্গাপুজোতেও খোলেনি। আশা ছিল কালীপুজোয় অন্তত খুলবে, কিন্তু সে আশাতেও জল ঢেলে দিয়েছে বন দফতরের গড়িমসি। ডুয়ার্সের পর্যটনের অন্যতম আকর্ষণ দুটি ওয়াচ টাওয়ার দীর্ঘদিন বন্ধ থাকায় পর্যটন মহলে ক্ষোভ দানা বাঁধছে। এই দুটি ওয়াচ টাওয়ার এলাকায় প্রচুর বন্যপ্রাণী ঘোরাঘুরি করে, যার কারণে এই দুটি ওয়াচ টাওয়ারের চাহিদা তুঙ্গে থাকতো। কিন্তু শেষমেষ সেগুলি বন্ধ থাকায় এলাকার পর্যটন মার খাচ্ছে বলে অভিযোগ।
গরুমারার (Gorumara National Park) একটি নজরমিনার বন্ধ প্রায় দু’বছরের বেশি সময় ধরে। অন্য নজরমিনারটিতে টিকিট কেটে পর্যটকরা কাছে যেতে পারলেও বেহাল থাকায় সেটিতে চড়তে পারা যাচ্ছে না। তাহলে টিকিটই বা দেওয়া হচ্ছে কেন সে প্রশ্নও উঠছে। প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে এই বেহাল দশা। গরুমারায় ৫টি পাঁচটি নজরমিনারের মধ্যে ২টির এই দশায় হতাশা ছড়িয়েছে পর্যটন মহলে। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সংবাদমাধ্যমকে জানান, ‘দুটি নজরমিনার কিছুটা বেহাল অবস্থায় রয়েছে। সেটি সংস্কার করার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। দ্রুত নজরমিনার দুটি সংস্কার করে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।’
জঙ্গলের টান তো আছেই, একশৃঙ্গ গন্ডার-হাতি-বাইসন-লেপার্ড ছাড়াও হাজারো ছোট-বড় পশুপাখির পাশাপাশি বিভিন্ন রকমের, অর্কিডের সম্ভারের টানে ফি বছর প্রচুর পর্যটক ভিড় করে গরুমারায়। মূলত জিপসি করে পর্যটকরা গরুমারার মেদলা, চুকচুকি, যাত্রাপ্রসাদ, চন্দ্রচূড় ও চাপড়ামারি- এই পাঁচটি নজরমিনারে চারটি শিফটে প্রবেশ করতে পারতেন। প্রতি শিফটে ৬ জন করে পর্যটক জিপসি করে এই নজরমিনারগুলিতে প্রবেশ করেন। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে গরুমারা জঙ্গলের বেশ কয়েকটি নজরমিনার পর্যটকদের প্রবেশের অযোগ্য হয়ে পড়েছে।
চুকচুকি ও চন্দ্রচূড় এই দুটি নজরমিনারের অবস্থা খুবই বেহাল। যে কোনও সময় নজরমিনার ভেঙে দুর্ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে। গত দু’বছরের ওপর সময় থেকে নতুন করে মূর্তি সেতু তৈরির জন্য পুরোনো মূর্তি সেতুকে ভেঙে দেওয়া হয়েছে। ফলে যাতায়াতের অসুবিধার জন্য এমনিতেই বন্ধ রয়েছে চন্দ্রচূড় নজরমিনার। অনলাইনে চুকচুকি নজরমিনারে প্রবেশের টিকিট মিললেও সেখানে গিয়ে লাভ হচ্ছে না। যা নিয়ে পর্যটন মহলে ক্ষোভ রয়েছে।
ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের তরফে অভিযোগ জানানো হয়েছে, পর্যটকরা না জেনেই অনলাইনে টিকিট কেটে নজরমিনারে প্রবেশ করে হতাশ হচ্ছেন। অবিলম্বে এই নজরমিনারগুলো সংস্কার করা প্রয়োজন। মূর্তি জিপসি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও সরব হয়েছে এই অনিয়ম নিয়ে।