scorecardresearch
 
Advertisement

Betel Leaf Benefits: দুপুরে খাবার পরে এক খিলি পানই রুখবে ইউরিক অ্যাসিড, কীভাবে?

Betel Leaf Benefits: দুপুরে খাবার পরে এক খিলি পানই রুখবে ইউরিক অ্যাসিড, কীভাবে?

পান আমরা মাউথ ফ্রেশনার হিসেবে খাই। হজমেও সাহায্য় করে পান। কিন্তু নতুন গবেষণায় পাওয়া গিয়েছে পান ইউরিক অ্যাসিডও নিয়ন্ত্রণ করে। এটি খেলে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। এটি শুধু আপনার মুখের সতেজতাই দেয় না, স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা থেকেও মুক্তি দেয়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই পান পাতা (Betel Leaves) আপনার শরীরে ইউরিক লেভেলের ভারসাম্য বজায় রাখবে।

Health Benifit Of Betel leaves

Advertisement