scorecardresearch
 
Advertisement

VIDEO: মুর্শিদাবাদে পুকুরে হচ্ছে মুক্তো চাষ! না দেখলেই মিস

VIDEO: মুর্শিদাবাদে পুকুরে হচ্ছে মুক্তো চাষ! না দেখলেই মিস

বেগমদের বিশুদ্ধ বা খাঁটি মোতি বা মুক্তো উপহার দেওয়ার জন্য নবাবরা প্রায় তিন শতাব্দী বছর আগে লালবাগ শহর সংলগ্ন একটি ঝিলে মুক্তো চাষ শুরু করেন। মুক্তো বা মোতি চাষের জন্য ঝিলটি নবাবি আমল থেকে মোতিঝিল নামে পরিচিতি লাভ করে। তবে নবাবি আমলের শেষ থেকেই মোতিঝিলে মুক্তো চাষ বন্ধ হয়ে যায়। বর্তমান রাজ্য সরকার মোতিঝিলে নতুনভাবে মুক্তো চাষের চিন্তাভাবনা করলেও এখনও পর্যন্ত মুক্তো চাষ শুরু হয় নি। মোতিঝিলে এখন মুক্তো চাষ না হলেও মুর্শিদাবাদ থানার এলাহিগঞ্জে নবাবি পদ্ধতিতে মুক্তো চাষ করছেন আসিম শেখ। নিজের পুকুরের পাশাপাশি এলাকার আরও কয়েকটি পুকুর লিজ নিয়ে মুক্তো চাষ করছেন। আসিম সাহেব শুধু নিজেই মুক্তো চাষ করছেন না, বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান বা আয়ের নতুন দিশা দেখিয়ে স্বনির্ভর করে তুলতে হাতে-কলমে মুক্তো চাষের প্রশিক্ষণ দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষেরা এখানে প্রশিক্ষণও নিতে আসছেন। এখন মুম্বাই, দিল্লি ও কানপুরের ব্যবসায়ীদের রপ্তানি করা হচ্ছে এই মুক্তো। এখান থেকে আমেরিকা, জাপান, কোরিয়া-সহ বিভিন্ন দেশে যাচ্ছে মুক্তো।

Oyster and Pearls Cultivation in Murshidabad

Advertisement