scorecardresearch
 
Advertisement

Ilshamari Duckery Farm: খাঁকি ক্যাম্পবেল হাঁসে স্বনির্ভরতা, আয়ের নয়া দিশা ৩ বন্ধুর

Ilshamari Duckery Farm: খাঁকি ক্যাম্পবেল হাঁসে স্বনির্ভরতা, আয়ের নয়া দিশা ৩ বন্ধুর

খাঁকি ক্যাম্পবেল হাঁস পালনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অন্যদেরও আয়ের নতুন দিশা দেখাচ্ছেন মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার ইলসেমারি গ্রামের ৩ যুবক। নাম মেহেবুব, হাবিবুর ও জাকির। তিন বন্ধুর এই প্রয়াসকে স্বীকৃতি দিয়ে ২০১৮ সালে রাজ্য সরকার তাঁদের কৃষক সম্মান প্রদান করেন। মাত্র কয়েক বছর আগে ১০০টি হাঁসের ছানা পালনের মধ্যে তিন বন্ধুর পথচলা শুরু। বর্তমানে ইলসেমারির ফার্মে ১২০০ হাঁস ছাড়াও ৩ হাজার মুরগি প্রতিপালন হচ্ছে। প্রতিদিন গড়ে ৮০০-৯০০ ডিম উৎপাদন হয়। বর্তমানে এই ফার্ম থেকে ডিম ও হাঁস-মুরগির ছানা জেলার একাধিক ব্লকে সরবরাহ হয়।

Ilshamari Duckery Farm Of Murshidabad

Advertisement