scorecardresearch
 
Advertisement

Menstrual Cups Usage: ন্যাপকিন, ট্যাম্পনের জায়গা নিচ্ছে মেনস্ট্রুয়াল কাপ! কীভাবে ব্যবহার করবেন?

Menstrual Cups Usage: ন্যাপকিন, ট্যাম্পনের জায়গা নিচ্ছে মেনস্ট্রুয়াল কাপ! কীভাবে ব্যবহার করবেন?

পিরিয়ড সব মহিলাদের জন্যই খুব অস্বস্তিকর এবং কষ্টকর একটা ঘটনা। পেটে ব্যথা, গা বমি ভাব, মুড স্যুং হওয়ার পাশাপাশি আরও নানাবিধ সমস্যায় ভুগতে হয় মাসের এই কয়েকদিন। যত দিন যাচ্ছে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি মিলছে। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পনের পাশাপাশি আরও সুবিধাজনক মেনস্ট্রুয়াল কাপ বর্তমানে বাজারে এসেছে। স্যানিটারি ন্যাপকিন, ট্যাম্পন যতই পরিবেশবান্ধব হোক, তা সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়ে পরিবেশে ফিরে যেতে সময় লাগতে পারে কয়েকশো বছর। কিন্তু এই সমস্যা একেবার নেই মেনস্ট্রুয়াল কাপের ক্ষেত্রে।

what is menstrual cups

Advertisement