scorecardresearch
 

Ganesha Favourite Zodiac: এঁরা সর্বদা পায় বাপ্পার আশীর্বাদ, গণেশ প্রিয় ৩ রাশি থাকে সবসময় হাসিখুশি

Ganesha Favourite Zodiac: সব দেবতাদের মধ্যে গণেশ ভগবানকে প্রথম পূজনীয় ভগবান বলে মনে করা হয়। গণেশ দেবতার পুজো ছাড়া কোনও কাজ সফল হয় না। গণেশের নিয়মিত পুজো করলে বিঘ্নহর্তা সব সমস্যা থেকে তাঁর ভক্তদের রক্ষা করে থাকেন। প্রত্যেক বছর ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়। তবে গণেশজির কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁদের ওপর বাপ্পা মন-প্রাণ খুলে আশীর্বাদ করেন।

Advertisement
গণেশের প্রিয় রাশি গণেশের প্রিয় রাশি
হাইলাইটস
  • সব দেবতাদের মধ্যে গণেশ ভগবানকে প্রথম পূজনীয় ভগবান বলে মনে করা হয়।

সব দেবতাদের মধ্যে গণেশ ভগবানকে প্রথম পূজনীয় ভগবান বলে মনে করা হয়। গণেশ দেবতার পুজো ছাড়া কোনও কাজ সফল হয় না। গণেশের নিয়মিত পুজো করলে বিঘ্নহর্তা সব সমস্যা থেকে তাঁর ভক্তদের রক্ষা করে থাকেন। প্রত্যেক বছর ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করা হয়। তবে গণেশজির কিছু প্রিয় রাশি রয়েছে, যাঁদের ওপর বাপ্পা মন-প্রাণ খুলে আশীর্বাদ করেন। দেখে নিন সেই সব রাশিরা কারা। 

মেষ রাশি
মেষ রাশি গণেশজির খুবই প্রিয় রাশি। বিশ্বাস করা হয় যে এই রাশির জাতকদের ওপর ভগবান গণেশজির কৃপা সবসময় থাকে। গণেশজির কৃপায় এই রাশির জাতকদের সব কাজ সফল হয়। গণেশের কৃপায় এঁদের সব কাজ বিনা বাধায় সম্পন্ন হয়। এই রাশির জাতকেরা সাহসী, জ্ঞানী ও পরাক্রমী হয়ে থাকেন। গণেশকে বুদ্ধির দেবতা মানা হয়। এইজন্য তাঁর কৃপায় মেষ রাশির জাতকেরা সব কাজ খুব ভেবেচিন্তে করেন এবং সেই কাজে তাঁরা সফল হন। 

মিথুন রাশি
গণেশজির প্রিয় দ্বিতীয় রাশি হল মিথুন রাশি। এই লোকদের ওপর ভগবান গণেশের আশীর্বাদ সবসময় থাকে। বিঘ্নহর্তার কৃপায় এই লোক নিজেদের কেরিয়ারে খুব সফলতা অর্জন করেন। গণেশের কৃপায় এই রাশির জাতকেরা ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে খুব সফলতা অর্জন করে। এঁদের ব্যক্তিত্ব খুবই প্রভাবশালী হয়ে থাকে। বাপ্পার কৃপায় এই রাশির জাতকো প্রত্যেক ক্ষেত্রে সফল হয়। 

আরও পড়ুন

মকর রাশি
গণপতি মহারাজের মকর রাশির জাতকদের খুবই পছন্দ। এই জাতকেরা খুবই পরিশ্রমী হয়ে থাকে আর গণেশ ভগবানের আশীর্বাদে এই লোক জীবনে খুব উন্নতি করে। এই রাশির জাতকেরা খুবই নির্ভরযোগ্য হয়ে থাকেন। মকর রাশির জাতক জাতিকারা একবার কোনও কাজ হাতে দিলে তা শেষ করার পরই দম ফেলে। ভগবান গণেশের কৃপায়, এই লোকেরা জীবনে প্রচুর খ্যাতি এবং গৌরব অর্জন করে। এই মানুষদের উপর সর্বদা গণেশের আশীর্বাদ থাকে। 

Advertisement

Advertisement