scorecardresearch
 

Monthly Rashifal November 2022 : নতুন চাকরি-পদোন্নতি-ব্যবসায়িক লাভ, নভেম্বরে খুলছে ৭ রাশির বন্ধ ভাগ্যের দরজা

নভেম্বরে মাসে পেশাগত দিক থেকে ভাল খবর পেতে পারেন একাধিক রাশির জাতক-জাতিকারা। মিলতে পারে নতুন চাকরি। হতে পারে অর্থ লাভ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই রাশি কোনগুলি (November Lucky Zodiac Sign 2022)। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • নভেম্বর মাসের রাশিফল
  • কয়েকটি রাশির জন্য ভাল সময়
  • জেনে নিন কোন কোন রাশি

আসছে নভেম্বর। কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে এই মাসটি বেশকিছু রাশির (November Rashifal 2022 In Bengali) জন্য সুখবর নিয়ে আসতে চলেছে। এই মাসে পেশাগত দিক থেকে ভাল খবর পেতে পারেন একাধিক রাশির জাতক-জাতিকারা। মিলতে পারে নতুন চাকরি। হতে পারে অর্থ লাভ। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওই রাশি কোনগুলি (November Lucky Zodiac Sign 2022)। 

মেষ রাশি (Aries) - কেরিয়ারের দিক থেকে ভাল ফল পাবেন। অর্থনৈতিকক্ষেত্রে সুবিধা আসবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। বেতন বাড়তে পারে। ব্যবসায়ীরাও আর্থিক সুবিধা পাবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

বৃষ রাশি (Taursu) - বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে উন্নতি পেতে পারেন। বহুদিন ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, তা মিলতে পারে। হতে পারে প্রমোশনও। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। আয়ও বাড়বে। 

কন্যা রাশি (Virgo) - ক্ষেত্র বিশেষে ভাল ফল পাবেন। যে প্রকল্পে কাজ করছেন তাতে সাফল্য আসবে। কাঙ্খিত অগ্রগতি ও ট্রান্সফার পেতে পারেন। ভ্রমণেও লাভ হবে। অর্থনৈতিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। মনমেজাজ ফুরফুরে থাকবে।

তুলা রাশি (Libra) - নতুন চাকরির প্রস্তাব আসবে। কাঙ্খিত আয় ও পদ পেয়ে জীবনে আসবে দারুণ আনন্দ। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। স্বাস্থ্যও ভাল থাকবে। কিছু কিছু ক্ষেত্রে মতভেদ এড়িয়ে গেলে মাসটি খুব ভাল কাটবে।

ধনু  রাশি (Sagittarius) - ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এটি উন্নতির মাস হবে। কাজের প্রশংসা পাবেন। নতুন কোনও কাজও শুরু করতে পারেন। আর্থিক লাভ হবে। নতুন কোনও উৎস থেকেও অর্থ আসতে পারে। ভ্রমণ থেকে ভাল খবর পাবেন। সম্পদ বৃদ্ধি পাবে।

মকর রাশি (Capricorn) - উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কাজে সাফল্য আসবে। কর্মজীবনে বাধা কেটে যাবে। কাজের কৌশল প্রশংসিত হবে। খরচ হবে, তবে আয়ও বজায় থাকবে।

Advertisement

মীন রাশি (Pisces) - কর্মক্ষেত্রে কাঙ্খিত পরিবর্তন হতে পারে। তবে যদি ভেবেচিন্তা সিদ্ধান্ত নেন তাহলে বড়সড় সুবিধা পেতে পারেন। অর্থ ও পদও বজায় থাকবে। 
 

আরও পড়ুনমিডিয়া ট্রায়ালের অভিযোগে সরব মমতা, বিচারপতিদের সামনেই বললেন...

 

Advertisement