scorecardresearch
 

Panchang 10 August 2021: জানুন আজকের শুভ সময়, রাহু সময় এবং গ্রহ-নক্ষত্রের গতিবিধি

পঞ্জিকা ১০ অগাস্ট ২০২১ (Panjika 10 August 2021): পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এক নজরে দেখে নিন আজকের শুভ মুহূর্ত, নক্ষত্রযোগ, রাহুকাল এবং সারাদিনের বিশেষ লগ্ন। জানুন আজকের পঞ্চাঙ্গ (Panchang)।  

Advertisement
জানুন আজকের পঞ্চাঙ্গ জানুন আজকের পঞ্চাঙ্গ
হাইলাইটস
  • পঞ্জিকা মতে আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
  • সূর্য কর্কট রাশিতে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। 
  • আজকের কম্পাস থাকবে উত্তর দিক।

পঞ্চ অঙ্গের সমাহারকে, জ্যোতিষশাস্ত্রের (Astrology) ভাষায় 'পঞ্চাঙ্গ'  (Panchang) বা 'পঞ্জিকা' (Panjika) বলা হয়। এটি গ্রহ - নক্ষত্রে এবনফ চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে রচিত হয়। ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল - তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। এক নজরে দেখে নিন আজকের পঞ্চাঙ্গ। 

 পঞ্চাঙ্গ ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার  (Panchang 10 August 2021, Tuesday)

* বিক্রম সম্বত - ২০৭৮, আনন্দ

* শক সম্বত - ১৯৪৩, প্লব 

* এদিন শ্রাবণ মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া লাগবে সন্ধ্যা ৬.২৪ মিনিটে। 

* সূর্য কর্কট রাশিতে এবং চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। 

আজকের পঞ্জিকা (Today's Panchang)

* শ্রাবণ শুক্লপক্ষ  দ্বিতীয়া 
* নক্ষত্র - মাঘ 
* আজকের কম্পাস: উত্তর দিক।
* আজকের অবস্থান: ৩:৪৫ - ৫:২২ -মিনিটে। 

* সূর্যোদয় -  সকাল ৫:১৪ মিনিটে 
* সূর্যাস্ত -  সন্ধ্যা ৬:১২ মিনিটে 
* চন্দ্রোদয় - সকাল ৭:২৭ মিনিটে 
* চন্দ্রাস্ত - ৮:৩৫ মিনিটে 

আরও পড়ুন: কী নিয়ে সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন সব রাশির জাতকেরা 

শুভ সময় 

* অভিজিৎ মুহূর্ত -  ১২:০৬ - ১২:৫৮ মিনিট 
* অমৃত কাল - সকাল ০৭:২৮ - ০৯:০৪, ০৩:১৩ - ০৪:৪৮
* ব্রহ্ম মুহূর্ত - সকাল ০৪:২৮ - ০৫:১৬

যোগ 

* অমৃত যোগ - সকাল  ০৭:৫১ - ১০:২২ মিনিট,  ১২:৫৩ - ২:৩৪ মিনিট,  ০৩:২৪ - ০৫:০৪ মিনিট এবং রাত্রি  ০৬:৪০ - ০৮:৫৮ মিনিট,  ১১:১৫ - ০১:৩২ মিনিট এবং  ০৩:০৩ মিনিট।

* গণ্ডমূল নক্ষত্র-  ০৯:৫০ - ০৯:৫৩ মিনিট (মাঘ)      

Advertisement

 আরও পড়ুন: দেবীর আগমন-গমনে কী বার্তা দিচ্ছে এবার! ধরায় ফিরবে সুদিন? 

 

Advertisement