scorecardresearch
 

Shani in Kumbh: শনির কৃপায় বিরাট উন্নতি, আনন্দে কাটবে ৩ রাশির জীবন

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। এই গ্রহের অবস্থান বদলের উপর নানা কিছু নির্ভর করে। শনি কোন রাশিতে অবস্থান করছে, তা জানা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৬ এপ্রিল পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। কুম্ভ রাশিতে থাকবে। এর প্রভাবে ৩ রাশির জীবনে সুখের জোয়ার আসবে। সব দিক থেকে লাভবান হবেন এই রাশির জাতকরা। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...

Advertisement
ভাগ্যোদয় হবে ৩ রাশির জাতকদের। ভাগ্যোদয় হবে ৩ রাশির জাতকদের।
হাইলাইটস
  • জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি।
  • এই গ্রহের অবস্থান বদলের উপর নানা কিছু নির্ভর করে।
  • ৩ রাশির জীবনে সুখের জোয়ার আসবে

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। এই গ্রহের অবস্থান বদলের উপর নানা কিছু নির্ভর করে। শনি কোন রাশিতে অবস্থান করছে, তা জানা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৬ এপ্রিল পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। কুম্ভ রাশিতে থাকবে। এর প্রভাবে ৩ রাশির জীবনে সুখের জোয়ার আসবে। সব দিক থেকে লাভবান হবেন এই রাশির জাতকরা। তা হলে জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের কপাল খুলবে...


কন্যা রাশি (Virgo): 

শনির কৃপায় শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের জীবনে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। অর্থলাভের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। 

আরও পড়ুন

বৃশ্চিক রাশি (Scorpio): 

কপাল খুলবে বৃশ্চিক রাশির জাতকদের। কোনও  সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। 

কুম্ভ রাশি (Aquarius): 

শনির দয়ায় ভাগ্যোদয় হবে কুম্ভ রাশির জাতকদের। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। আয় বাড়বে। লাভবান হবেন ব্যবসায়ীরা। পরিবারে সুখ-শান্তি  বজায় থাকবে। সমাজে সুনাম বাড়বে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, ২ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে বুধ। এরপর ৯ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশের সময় শুক্র এবং সূর্যের সঙ্গে মিলন হবে বুধের। ওই রাশিতে শুক্রের সঙ্গে বুধের মিলনে তৈরি হবে লক্ষ্মী-নারায়ণ যোগ। অন্য দিকে, সূর্য এবং বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। এই দুই যোগের প্রভাবে ৫ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসবে। লাভবান হবেন মেষ, বৃষ, সিংহ, মকর, কন্যা, বৃশ্চিক রাশির জাতকরা।

Advertisement