scorecardresearch
 
Advertisement
স্পেশাল

'স্কুটির শ্রাদ্ধ', জ্বালানির মূল্যবৃদ্ধির অভূতপূর্ব প্রতিবাদ

scooty
  • 1/6

দিন দিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির ফলে  সাধারন মানুষ পড়েছে সমস্যায়। বছর কয়েক আগে স্ত্রীর মন রাখতে স্কুটি কিনে দিয়েছিলেন শ্রীরামপুরের বাসিন্দা স্বপন দাস। নিজের একটি বাইকও আছে। 

scooty
  • 2/6

কিন্তু যেভাবে জ্বালানির দাম বাড়ছে তাতে গাড়িতে তেল ভরার পয়সা প্রায় নেই। প্রিয়তমাকে বুঝিয়ে আপাতত স্কুটি গ্যারেজের কোনায় রেখে দেওয়া ছাড়া উপাই নেই। 
 

scooty
  • 3/6

পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির  অভিনব প্রতিবাদ দেখালো  শ্রীরামপুরের বাসিন্দা স্বপন দাস। আপাতত গ্যারেজে প্রিয় স্কুটি। তেলের দামের ঊর্দ্ধমুখী বাজার কবে নিন্মগামী হবে তারও ঠিক নেই।
 

Advertisement
scooty
  • 4/6

তাই সেই স্কুটির শ্রাদ্ধশান্তির আয়োজন করলেন স্বপনবাবু। হিন্দুমতে রিতিমত ন্যাড়া হয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারনের মধ্য দিয়ে শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত হলো শ্রীরামপুর বারোজীবি এলাকায়। 
 

scooty
  • 5/6

গোটা কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দেয় উত্তরপাড়া-শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস। স্কুটির প্রতিকৃতির সামনে চলে শ্রাদ্ধের আয়োজন। 
 

scooty
  • 6/6


যা দেখতে রীতিমতো ভিড় জমে ওই এলাকায়।

Advertisement