scorecardresearch
 
Advertisement
স্পেশাল

PHOTOS: ঘরে ঢুকে গেল বিষাক্ত দুই চন্দ্রবোড়া সাপ, রাতের এলাকায় ছড়াল উত্তেজনা

russells viper snake
  • 1/6

শান্তিপুরে ফের অশান্তি। বন্যপ্রাণী আক্রমণে এলাকায় মাঝে মাঝেই ছড়াচ্ছে আতঙ্ক। মাত্র ১ ঘন্টার ব্যবধানে এলাকা থেকে উদ্ধার হয়েছে দুটি বিষধর চন্দ্রবোড়া সাপ। নদিয়া শান্তিপুর ১৫ নম্বর ওয়ার্ডের লেবুতলা পাড়ার এক গৃহস্থবাড়ি থেকে উদ্ধার হয় একটি বিষাক্ত চন্দ্রবোড়া। 
 

russells viper snake
  • 2/6

সোমবার রাত ন'টা নাগাদ ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে তাঁত ঘরের মধ্যে ঢুকতে দেখে ওই গৃহস্থবাড়ির সদস্য হারাণ বিশ্বাস। ভয়ে চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার মানুষজন। আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা।

russells viper snake
  • 3/6

চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করে শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি বনদপ্তর এর হাতে তুলে দেয়া হবে, এমনটাই জানান তিনি।
 

Advertisement
russells viper snake
  • 4/6

এরপরই তড়িঘড়ি বনদফতরকে ফোন করা হয়। সোমবার রাতেই শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। 
 

russells viper snake
  • 5/6

তবে বিষাক্ত হলেও আঘাত না পেলে চন্দ্রবোড়া প্রত্যাঘাত করে না এমনটাই জানান অনুপম সাহা। তিনি বলেন যে তাপমাত্রা বাড়ার কারণে এখন সাপের উপদ্রব বাড়বে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেকোনো সাপকে কেউ যদি আঘাত না করে তাহলে সাপ নিজে থেকে কাউকে কামড়ায় না তবুও মানুষকে সজাগ থাকতে হবে।
 

russells viper snake
  • 6/6

এদিকে, এক ঘন্টা যেতে না যেতেই শান্তিপুরের ২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার বাড়ির পাশে উদ্ধার হয় আরেকটি সাপ। সাপেদের এমন উপদ্রবে আতঙ্কে কাঁটা এলাকাবাসী।

Advertisement