একটি বেসরকারী নার্সিংহোমে এক নজিরবিহীন ঘটনা ঘটল। জন্ম নিলেন এক সদ্যোজাত। কিন্তু তার বিকট দর্শন একেবারেই ভয় পাইয়ে দেওয়ার মতো। দেহ একটাই অথচ শরীরে তিনটে হাত এবং দুটি মাথা। চিকিৎসাবিজ্ঞানে এই ঘটনাকে বিরল হিসেবেই দেখা হয়। দুটি মাথা এবং তিনটি হাত নিয়ে জন্মানো এই শিশু দুই নাক দিয়েই নিঃশ্বাস প্রশ্বাসের কাজ করে চলেছে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়াত। রবিবার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুর জন্ম হয়। প্রাথমিকভাবে জেলা হাসপাতালে সদ্যোজাত ও তাঁর মা-কে রাখা হলেও পরবর্তীতে সর্দার বল্লবভাই প্যাটেল পিজ ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক্স-এ নিয়ে আসা হয় স্পেশাল কেয়ারের জন্য।
চিকিৎসকেরা জানিয়েছেন এই অস্বাভাবিক শিশুটি আপাতত সুস্থ রয়েছে। এই যমজদের Siamese twins বলা হয়ে থাকে। ডাঃ দেবাশীষ সাহু আজতককে জানায় যে এই সকল ক্ষেত্র বিরল হয়ে থাকে যাঁদের বুক ও তলপেট জোড়া থাকে। এই ঘটনাকে এমব্রায়ো জেনেসিস বলা হয়।
ডাঃ শাহু জানিয়েছেন যে এখন এই সকল ঘটনা এখন আর দেখা যায় না। তার কারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন। এখন গ্রামেগঞ্জেও সকলে ওষুধ নেন এই সময়। তবে এক্ষেত্রে এই মহিলা ফোলিক অ্যাসিড ওষুধ খাননি। এমনকী আল্ট্রাসাউন্ডও করাননি। যদি করাতেন তাহলে আগেই এই ঘটনা বোঝা সম্ভব হত।
যদিও এখন জেলা প্রশাসন এই শিশুটির চিকিৎসার যাবতীয় ভার বহন করেছে। মাতৃজ্যোতি প্রকল্পের আওতায় এই চিকিৎসা চলছে।