scorecardresearch
 
Advertisement

Ramkrishna Mission: রামকৃষ্ণ মঠ ও মিশনের পরবর্তী অধ্যক্ষ কে-নির্বাচনের প্রক্রিয়া কী? 'হাঁড়ির খবর' দিলেন জয়ন্ত ঘোষাল

Ramkrishna Mission: রামকৃষ্ণ মঠ ও মিশনের পরবর্তী অধ্যক্ষ কে-নির্বাচনের প্রক্রিয়া কী? 'হাঁড়ির খবর' দিলেন জয়ন্ত ঘোষাল

প্রথা অনুযায়ী, সব থেকে প্রবীণতম সন্ন্যাসীর হওয়ার কথা, সে দিক থেকে দেখতে গেলে প্রবীণতম সন্ন্যাসী হচ্ছেন স্বামী গৌতমানন্দ। সেই গৌতম মহারাজই হতে পারেন। প্রথা অনুযায়ী, ট্রাস্টিদের মধ্যে যদি মনোনয়ন সর্বসম্মত না হয় এবং অন্য কেউ অন্য কোনও নাম প্রস্তাব করেন, সে ক্ষেত্রে ট্রাস্টিদের মধ্যে অর্থাৎ সদস্যদের মধ্যে ভোটাভুটি হবে। গৌতমানন্দজির বয়সও প্রায় ৯৫ বছর। তিনি এখনও পর্যন্ত খুব ফিট আছেন। কিছুদিন আগে কাশ্মীর পর্যন্ত পরিদর্শনে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বামী স্মরণানন্দকে দেখতে এসেছিলেন কলকাতায় তখন সাধারণ সম্পাদক মহারাজ স্বামী সুবীরানন্দের পাশে গৌতম মহারাজও উপস্থিত ছিলেন।

Advertisement