Mohammad Shami: ICC ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ ছেয়েছিলেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি। শুরুতে ৪ ম্যাচ খেলতে পারেননি। তারপর সুযোগ পেতেই টুর্নামেন্টের বাকি ৭টি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়েছেন শামি। ৫.২৬ গড়ে ২৪টি উইকেটের অধিকারী।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচে শামির একটি মুহূর্ত ভাইরাল হয়েছিল। দেখা যায়, ৫ উইকেট নিয়ে যখন মাঠে বসে ঝুঁকেছিলেন। তখন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করেছিলেন, শামি ভারতীয় মুসলমান। আল্লাহকে সজদা করে চেয়েছিলেন। কিন্তু ভারতে বসবাসের জেরে ভয়ে করতে পারেননি। এই বিতর্কে মহম্মদ শামি বললেন, 'আমি মুসলিম। যেখানে ইবাদত করতে হবে, করব। কে রুখবে?' অ্যাজেন্ডা আজতক ২০২৩-এর মঞ্চে পাকিস্তানিদের চুগলিখোর বলেও কটাক্ষ করলেন শামি।
যেখানে ইবাদত করার দরকার, করব
তাঁর কথায়, 'ভাই কেউ যদি সজদা করতে চায়, তাকে কে রুখবে? যেখানে ইবাদত করার দরকার, করব। আমি গর্বের সঙ্গে বলছি, আমি মুসলমান। আমি গর্বিত ভারতীয়। এখানে অসুবিধা কোথায়। যদি আমার কোনও অসুবিধা হত, তাহলে তো আমার ভারতে বাস করাই উচিত ছিল না। যদি আমায় সজদা করার জন্য কারও অনুমতির প্রয়োজন হত, আমি এখানে পড়ে থাকতাম?'
আমি ভারতের প্রতিটি মঞ্চে সজদা করব
শামি আরও বললেন, 'আমিও দেখেছি ওই সব বিষয় ইনস্টাগ্রামে, যে আমি নাকি সজদা করতে চেয়েছিলাম, আমায় করতে দেওয়া হয়নি। আরে ভাই, আমি আগেও একাধিকবার এরকম করেছি। ৫ উইকেট আমি আগেও নিয়েছি। তখন তো সজদা করিনি। কিন্তু যেদিন আমায় সজদা করার বিষয়ে মনে হবে, তখন কে না করবে। আমি ভারতের প্রতিটি মঞ্চে সজদা করব। কেউ আমাকে রুখে দেখাক। এই সব লোক শুধু বিরক্ত করে। কাউকে এরা ভালোবাসে না।'
'ওটা ছ নম্বর ওভার ছিল। ৩ জন আউট হয়েই গিয়েছিলেন। আমার মাথায় ছিল, আগামী ৩-৪ ওভারে ৫ উইকেট তুলে নেব। তাই ২০০ শতাংশ চেষ্টা করছিলাম। ৫ উইকেট নেওয়ার পর হাঁটু মুড়ে বসে পড়ি। তা নিয়েও ওরা মিম বানিয়ে দিল। এদের কোনও কাজ নেই,' বললেন শামি।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের জন্য তৈরি
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে মহম্মদ শামির কথায়, 'আমি তৈরি, যদি না যন্ত্রণা থাকে। অনেক দিন ধরে গোঁড়ালিতে ব্যথা। চেকআপ করাতে হবে। সব ঠিক থাকলে আমি খেলবো। যদি টিমের জন্য খেলতে হয়, পা কেটে গেলেও খেলা থামাবো না।'