scorecardresearch
 

Former KKR Cricketer In Trouble: পিএফে কারচুপি, KKR-এর এই প্রাক্তন ক্রিকেটারের নামে গ্রেফতারি পরোয়ানা

বিপাকে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Utappa)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে (PF) জালিয়াতির অভিযোগে উথাপ্পার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। আসলে, উথাপ্পা সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালান। এই সংস্থাটি কর্মীদের বেতন থেকে কাটা টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা দেয়নি। সে কারণে প্রায় ২৪ লক্ষ টাকার জালিয়াতি ঘটেছে।

Advertisement
আইপিএল নিলাম স্কোয়াডের পর কেকেআর ফাইনাল স্কোয়াড আইপিএল নিলাম স্কোয়াডের পর কেকেআর ফাইনাল স্কোয়াড

বিপাকে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Utappa)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রভিডেন্ট ফান্ডে (PF) জালিয়াতির অভিযোগে উথাপ্পার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। আসলে, উথাপ্পা সেঞ্চুরিজ লাইফস্টাইল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা চালান। এই সংস্থাটি কর্মীদের বেতন থেকে কাটা টাকা তাদের পিএফ অ্যাকাউন্টে জমা দেয়নি। সে কারণে প্রায় ২৪ লক্ষ টাকার জালিয়াতি ঘটেছে।

...অন্যথায় রবিন উথাপ্পাকে গ্রেফতার করা হবে 
এখন রবিন উথাপ্পাকে প্রায় ২৪ লক্ষ টাকা বকেয়া পরিশোধের জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যথায় তাদের গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। এই পরোয়ানা জারি করেছেন পিএফের আঞ্চলিক কমিশনার শব্দাক্ষরী গোপাল রেডিড। এই পরোয়ানা অনুসারে পুলকেশী নগর পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর একটি চিঠিতে রেড্ডি, পুলিশকে পরোয়ানা কার্যকর করার নির্দেশ দেন। যাইহোক, এটি পিএফ অফিসে ফেরত দেওয়া হয়েছিল কারণ উথাপ্পা তার আগের ঠিকানায় আর থাকেন না বলে জানা গিয়েছে। তদন্তকে এগিয়ে নিতে এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি উথাপ্পা এখন কোথায় থাকেন সেটাও জানতে বলা হয়েছে। 

আরও পড়ুন

এটাই রবিন উথাপ্পার ক্রিকেট ক্যারিয়ার

৩৯ বছর বয়সীরবিন উথাপ্পা ভারতের হয়ে ৪৬টি ওডিআই ম্যাচ খেলেছেন। করেছেন ৯৩৪ রান। পাশাপাশি তিনি ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ২৪৯ রান। এর পাশাপাশি তিনি প্রথম শ্রেণিতে ৯৪৪৬ রান এবং লিস্ট এ-তে ৬৫৩৪ রান করেন। টিম ইন্ডিয়া টি- টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মরসুম অর্থাৎ ২০০৭ জিতেছিল। তখন উথাপ্পা ছিলেন দলের তারকা ওপেনার। উথাপ্পা দু'টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ট্রফি (২০১৪ এবং ২০২১) জিতেছেন। তিনি ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২১ সালে চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিলেন।

Advertisement

উথাপ্পা আইপিএলের প্রথম ১৫ মরসুম খেলেছেন। উথাপ্পা টুর্নামেন্টে ৬টি দলের সঙ্গে ক্রিকেট খেলেছেন। চেন্নাই, কলকাতা ছাড়াও এই দলগুলো হল মুম্বই ইন্ডিয়ান্স, পুনে ওয়ারিয়র্স, রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়‍্যালস। উথাপ্পা আইপিএলে ২০৫টি ম্যাচ খেলেছেন, যাতে তিনি ৪৯৫২ রান করেন। ক্রিজে এগিয়ে গিয়ে আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত ছিলেন উথাপ্পা।

Advertisement