শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সকাল থেকেই পাল্লেকেলের আকাশ বেশ পরিষ্কার। এশিয়া কাপ অভিযান জয় দিয়েই শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা সহজেই হারিয়েছে নেপালকে। এবার ভারতের বিরুদ্ধে নামছে বাবার অযমের দল।
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ
দ্বিতীয় ইনিংসে এক বলও খেলা হয়নি। প্রবল বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ম্যাচ। দুই দলের ক্রিকেটাররা হাত মেলালেন একে অপরের সঙ্গে।
দ্বিতীয় ইনিংস শুরু হতে দেরি
বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। ৯ টার সময় মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।
২৬৬ রানে শেষ ভারতের ইনিংস
চার উইকেট শাহিনের। দারুণ বোলিং পাকিস্তানের। ২৬৬ রানে অল আউট ভারতীয় দল।
৪ উইকেট শাহিনের
৮ উইকেটে ২৪২ রান ভারতের। পরপর আউট হলেন জাদেজা ও শার্দূল।
আবার উইকেট হ্যারিসের
দারুণ ইনিংস খেলে আউট ইশান, ২০৪ রানে ৫ উইকেট হারাল ভারত। ৮১ বলে ৮২ রান করে হ্যারিসের বাউন্সারে পুল মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দেন ইশান।
২০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া
৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান ভারতের। দারুণ ব্যাট করছেন হার্দিক-ইশান।
দারুণ পার্টনারশিপ হার্দিক ও ইশানের
দুই ব্যাটারই ৫০ করে ফেললেন। ইশানের পর হার্দিকের হাফ সেঞ্চুরি।
৫০ ইশানের
চাপের মধ্যে দারুণ ব্যাটিং ইশানের। ৪ উইকেট হারিয়ে ১৪২ রান ভারতের। দারুণ পার্টনারশিপ গড়ে তুলছেন ইশান ও হার্দিক।
চার উইকেট খোয়াল ভারত
এবার আউট গিল, ৬৬ রানে ৪ উইকেট হারাল ভারত। ৩২ বলে ১০ রান করে হ্যারিস রাউফের বলে বোল্ড গিল।
১২ ওভার শেষ
৩ উইকেট হারিয়ে ভারতের রান ৫৮। উইকেটে ইশান কিশান ও শুভমন গিল।
৩ উইকেট হারাল ভারত
আউট হলেন শ্রেয়স আইয়ারও। ৯ বলে ১৪ রান করে আউট আইয়ার। ৪৮ রানে ৩ উইকেট হারাল ভারত।
দ্বিতীয় উইকেট হারাল ভারত
পরপর আউট রোহিত ও বিরাট। ২৯ রানে ২ উইকেট হারাল ভারত।
আউট রোহিত
দারুণ বোলিং শাহিনের। আউট হলেন রোহিত। ১৫ রানে প্রথম উইকেট হারাল ভারত। ক্রিজে এসেছেন বিরাট।
শুরু হল ম্যাচ
আউট রোহিত, ১৫ রানে প্রথম উইকেট হারাল ভারত।
বৃষ্টিতে ম্যাচ স্থগিত
বৃষ্টিতে বন্ধ হল ম্যাচ, ভারতের রান ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫
বৃষ্টি শুরু হল
ঝিরঝির বৃষ্টি পড়ছে মাঠে। যদিও তার মধ্যেই চলছে ম্যাচ। ৪ ওভারে বিনা উইকেটে ১৫ রান ভারতের।
ক্যাচ মিস
নাসিম শাহের বলে গিলের ক্যাচ মিস করলেন পাক কিপার রিজওয়ান।
প্রথম ওভারে এল ৬ রান
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬ রান করেছে ভারতীয় দল। উইকেটে রয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল।
দ্বিতীয় বলেই চার মারলেন রোহিত
আগুন ঝড়াচ্ছেন শাহীন। দ্বিতীয় বলে রোহিতের ক্যাচ মিস করল পাকিস্তান। বল গেল বাউন্ডারির বাইরে।
টসে জিতল ভারত
টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল।
দলে কারা আছেন?
প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা।
পাকিস্তানের প্লেয়িং ইলেভেন: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।
India vs Pakistan: Skies clear in Pallekele, Toss expected on time
— ANI Digital (@ani_digital) September 2, 2023
Read @ANI Story | https://t.co/GsQIO9Lvnd#AsiaCup #INDvsPAK #Kandy #Pallekele pic.twitter.com/UvMrd9d2z5
🚨 Toss & Team Update 🚨
— BCCI (@BCCI) September 2, 2023
Captain @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Pakistan. #INDvPAK
A look at our Playing XI 🔽
Follow the match ▶️ https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 pic.twitter.com/onUyEVBwvA