scorecardresearch
 

India Beat Australia 2nd T20: বিশ্বকাপ জেতা কি Fluke? পরপর দুই ম্যাচে ভারতের বি-টিমের কাছে হার অস্ট্রেলিয়ার

India Beat Australia 2nd T20: অস্ট্রেলিয়া দলের চ্যাম্পিয়ন টিমের বেশ কিছু খেলোয়াড় অনুপস্থিত ছিল, ভারতীয় দলেও তেমনই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহাম্মদ সামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার সহ প্রথম সারির প্রায় সমস্ত খেলোয়াড়কেই। ছিলেন বলতে সূর্য কুমার যাদব এবং গোটা বিশ্বকাপের বেশিরভাগই সাইড বেঞ্চে বসে থাকা ইশান কিসান। এই দুজনের হাতেই খুন হয়ে গেল অস্ট্রেলিয়ার বোলাররা।

Advertisement
বিশ্বকাপ জেতা কি Fluke? পরপর দুই ম্যাচে ভারতের বি-টিমের কাছে হার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা কি Fluke? পরপর দুই ম্যাচে ভারতের বি-টিমের কাছে হার অস্ট্রেলিয়ার

India Beat Australia 2nd T20: বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল অস্ট্রেলিয়া, টি২০ সিরিজের প্রথম ম্যাচ হেরে। তবে সেদিন তাঁদের বিশ্বজয়ী দলের অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন বলতে মার্কাস স্টোয়নিস, স্টিভ স্মিথ, জোস ইংলিশ, অ্যাডাম জাম্পা। তবে ভারতের বিশ্বকাপের প্রথম ১১-র একমাত্র ফ্লপ সূর্যকুমার যাদব এবং সাইড বেঞ্চে থাকা ইশান কিসান ছাড়া আর কেউ স্কোয়াডেই নেই। তবে প্রথম ম্যাচে হারকে যে ভালভাবে নেয়নি অজিরা, তার প্রমাণ এদিন তাঁরা গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে আনেন। যদিও তাতেও কাজ হয়নি। আরও একটা হার হজম করতে হল ক্যাঙারুবাহিনীকে। আর টানা দশ ম্যাচ জয় করে বিশ্বকাপ ফাইনালে হার যে নেহাতই ফ্লুক ছিল, ল অব অ্যাভারেজ তা প্রমাণ করলো টিম ইন্ডিয়া। ভারত কার্যত বি নয় সি টিম নিয়ে বাজিমাত করে গেল। বাকি ৩ ম্যাচের মধ্যে আর একটি জিতলেই সিরিজ পকেটে। শেষ দুই ম্যাচে দলে ফিরবেন শ্রেয়স আইয়ার।

বিশ্বকাপে দারুণ খেলা ভারতীয় দলের প্রথম ১১-র বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহাম্মদ সামি, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব, শুভমান গিল সহ প্রথম সারির প্রায় সমস্ত খেলোয়াড়কেই বিশ্রামে পাঠানো হয়েছে। প্রথম একাদশের একমাত্র প্রতিনিধি ছিলেন সূর্যকুমার যাদব। 

৯ বলে ৩১ রান। রিঙ্কু সিং যেভাবে পারফর্ম করছেন তাতে তাঁকে কিছুদিন পর ভারতীয় টি২০ দলে নিয়মিত দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেব এদিন ভাল শুরু করলেন। হাফ সেঞ্চুরি করেন তিনি।

গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত শর্মা সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। আর তার পর থেকে অনেকেই বলছেন, রোহিত শর্মার বদলে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের যোগ্য ওপেনার হতে পারেন ঈশান কিষাণ। সেই ঈশান এদিন আরও একবার নিজেকে প্রমাণ করলেন। ৫২ রানের দুরন্ত ইনিংস খেলে।

Advertisement

বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা এদিন দুরন্ত পারফর্ম করলেন। ৩টি উইকেট নেন তিনি। রবি বিষ্ণোইও তিনটি উইকেট নেন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ভারত কর ২৩৫ রান। জবাবে অস্ট্রেলিয়া করে ১৯১ রান।

ভারত-

যশস্বী জয়সওয়াল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা।

অস্ট্রেলিয়া-

ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানবীর সাঙ্ঘা।

 

Advertisement