scorecardresearch
 

Icc World Cup Australia vs Afghanistan: ২০১ রান ম্যাক্সওয়েলের! ১৯ বল বাকি থাকতেই ম্য়াচ জিতল অস্ট্রেলিয়া

পাঁচ ম্য়াচ জিতে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। আবার চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। আজকের ম্য়াচে দুই দলই চাইবে দুই পয়েন্ট বাড়িয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করতে।

Advertisement
 ১৭৭ রানে অপরাজিত ম্যাক্সওয়েল, ম্য়াচ জেতার লক্ষ্যে এগোচ্ছে অস্ট্রেলিয়া। ১৭৭ রানে অপরাজিত ম্যাক্সওয়েল, ম্য়াচ জেতার লক্ষ্যে এগোচ্ছে অস্ট্রেলিয়া।
হাইলাইটস
  • পাঁচ ম্য়াচ জিতে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট
  • আফগানিস্তানও চাইছে এই ম্যাচ জিততে।

পাঁচ ম্য়াচ জিতে অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। আবার চলতি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। আজকের ম্য়াচে দুই দলই চাইবে দুই পয়েন্ট বাড়িয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করতে। আফগানিস্তান এই ম্যাচ তাদের সেমিফাইনালে যাওয়ার পথ প্রশস্ত হবে। 
 

LIVE UPDATES 

  • এবার উইকেট নিলেন রসিদ, ৮৭ রানে ৬ অজি ব্যাটসম্যান ফিরলেন সাজঘরে 
  • এবার উইকেট নিলেন রসিদ খান। ৬ টা উইকেট পড়ল অস্ট্রেলিয়ার। 
  • আফগানিস্তানের হয়ে ২ উইকেট নিয়েছেন নবীন উল হক ও আজমাতুল্লাহ। 
  • একজন অজি ব্যাটসম্যানকে রান আউট হয়ে প্যাভলিয়ে ফিরতে হয়েছে। 
  • ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৬৯ রানে পঞ্চম উইকেটের পতন। রান আউট হয়ে ফিরলেন লাবুশেন। 
  • ৬৫ রানে ৪ উইকেট। খেলছেন লাবুশেন ও ম্যাক্সওয়েল। 
  • মাত্র ১৮ রান করে ফিরলেন ওয়ার্নার। তাঁকে ফেরালেন ওমরজাই।

  • শুরুতেই জোড়া ধাক্কা। ট্রাভিস হেডের পর এ বার ফিরলেন মিচেল মার্শ।

  • ১৯ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৯৫/৭। রাউন্ড দ্য উইকেটে বল করতে আসেন রশিদ খান। তাঁর প্রথম বলে স্টার্ক তার ব্যাট ছুঁয়ে সামনে উঠতেই রশিদ দুর্দান্ত স্ফুর্তির সঙ্গে সামনের দিকে ঝাঁপিয়ে ক্যাচ নেন এবং কট অ্যান্ড বোল্ড আবেদন করেন। প্যাভেলিয়নে ফেরেন স্টার্ক।

  • ২১ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে। এখন ব্যাটিং করছেন গ্লেন ম্যাক্সওয়েল,
    প্যাট কামিন্স।

  • ২৪ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে। ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর প্যাট কামিন্স। শেষ ওভার থেকে দুজনে ৭ রান তুলেছেন। 

  • ৩০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে এখনও রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর প্যাট কামিন্স। শেষ ওভার থেকে দুজনে ১১ রান তুলেছেন। ম্যাক্সওয়েল আর কামিন্সের ব্যাটে ভর করে ব্যাটিং বিপর্যয় কাটি আফগান বোলিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে ফিরছে অস্ট্রেলিয়া।

    Advertisement
  • মাত্র ৭৬ বলে ম্যাক্সওয়েলের সেঞ্চুরি! আফগানদের বিরুদ্ধে লড়াইয়ে ফিরছে অস্ট্রেলিয়া।

  • ৩৫ ওভারে ২০০ রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া, ৩৬ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৯৩ বলে ১২৬ রানে ক্রিজে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর ৫০ বলে ১১ রানের রক্ষণশীল ব্যাটিংয়ে তাঁকে সঙ্গ দিচ্ছেন প্যাট কামিন্স।

  • ৪১ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে ৯ ওভারে ৩ উইকেটে ৫৫ রান তুলতে হবে অজিদের।

  • ১২৮ বলে ঝোড়ো ২০১ রানের ইনিংস ম্যাক্সওয়েলের! ১৯ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল অস্ট্রেলিয়া। রসিদ খানের শেষ ৫ বলে ২২ রান তুলে নিজের ডাবল সেঞ্চুরি সেরে ফেললেন ম্যাক্স, দলকেও বিপর্যয় থেকে বাঁচিয়ে ম্যাচ জেতালেন তিনি।

২২

 

Advertisement