scorecardresearch
 

ICC World Cup 2023 Babar Azam: সেমিফাইনালে যাবে পাকিস্তান? 'অসাধ্য' সাধনে ফকরেই ভরসা বাবরের

অঙ্কের বিচারে এখনও সুযোগ থাকলেও, যে ব্যবধানে বাবর আজমদের (Babar Azam) জিততে হবে তা অনেক। সেই জন্যই মনে করা হচ্ছে, এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে বাবরদের। তবে পাকিস্তান দল (Pakistan Team) যে হারার আগে হারতে চাইছে না তা স্পষ্ট বাবরের কথাতেই। প্রথমদিকে ফকর জামানকে বাদ দিয়েই খেলতে নেমেছিল পাকিস্তান দল। আর এবার সেই ফকরকেই ভরসা করছেন বাবররা।

Advertisement
ফকর জামান ও বাবর আজম ফকর জামান ও বাবর আজম

অঙ্কের বিচারে এখনও সুযোগ থাকলেও, যে ব্যবধানে বাবর আজমদের (Babar Azam) জিততে হবে তা অনেক। সেই জন্যই মনে করা হচ্ছে, এবারের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে বাবরদের। তবে পাকিস্তান দল (Pakistan Team) যে হারার আগে হারতে চাইছে না তা স্পষ্ট বাবরের কথাতেই। প্রথমদিকে ফকর জামানকে বাদ দিয়েই খেলতে নেমেছিল পাকিস্তান দল। আর এবার সেই ফকরকেই ভরসা করছেন বাবররা। 

পাকিস্তান দল শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে নামছে। সেই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে। বাবর আজম বলেন, 'এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। এটা ক্রিকেট, এখানে অনেক কিছুই হতে পারে। আমরা শেষ ম্যাচটা ভালো করে খেলতে চাই।' তবে কেন এমন অবস্থা হল পাকিস্তানের? পাক ক্যাপ্টেন বলেন, 'দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই সমস্যা করে দিয়েছে। যে কোনো পর্যায়ে, যে কোনো কাজে আপনার ইতিবাচক আশা থাকা উচিত এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।' ফকর জামানকে নিয়ে বাবর বলেন, 'পার্টনারশিপ একটা বড় ব্যাপার। আমি বলব যদি ফকর ২০ বা ৩০ ওভার অবধি উইকেটে থাকে, তা হলে অন্যরকম হতে পারে। এরপর রিজওয়ান, ইফতিখার নামবে। আমরা এর জন্য পরিকল্পনা করেছি।'  

পাকিস্তানের এমন পারফরম্যান্সের কারণ কী? এই প্রশ্নের উত্তরে বাবর বলেন, 'এটা বোলিং, ফিল্ডিং বা ব্যাটিংয়ের দোষ বলা যাবে না। দল হিসেবে আমরা ভালো করতে পারিনি। বোলিংয়ে অনেক রান দিয়েছি। ফিল্ডিংয়েও রান দিয়েছি। দল হিসেবে আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি যার মধ্যে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংও রয়েছে।'

আরও পড়ুন

মাঝখানের ওভার গুলোতে রান করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে পাকিস্তানকে। বাবর বলেন, 'ব্যাটার হিসেবে মাঝের ওভার গুলোতে রান করতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে। বল নরম হয়ে যাওয়ায় বড় শট খেলতে সমস্যা হয়েছে।' বাবররা যদিও এসব নিয়ে বেশি ভাবতে নারাজ। তারা শুধুই শনিবারের ম্যাচ নিয়ে ভাবছেন।   

Advertisement

Advertisement