scorecardresearch
 

ICC World Cup 2023 England vs. Bangladesh: ইংল্যান্ডের কাছে গোহারা হারল বাংলাদেশ!

বাংলাদেশের কাছে সুযোগ ছিল পর পর তিনবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর। কিন্তু সেই ইচ্ছা অধরাই থেকে গেল। ইংল্যান্ডের ঝড়ো ইনিংসে প্রথমেই যেন কিছুটা মিইয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪৯তম ওভারের দ্বিতীয় বলেই গুটিয়ে গেল বাংলাদেশ শিবির। ২২৭ রানে অলআউট বাংলাদেশ।

Advertisement
প্রথমেই ব্যাট করতে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। প্রথমেই ব্যাট করতে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
হাইলাইটস
  • বাংলাদেশের কাছে সুযোগ ছিল পর পর তিনবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর।
  • কিন্তু সেই ইচ্ছা অধরাই থেকে গেল। ইংল্যান্ডের ঝড়ো ইনিংসে প্রথমেই যেন কিছুটা মিইয়ে গিয়েছিল বাংলাদেশ।
  • ৪৯তম ওভারের দ্বিতীয় বলেই গুটিয়ে গেল বাংলাদেশ শিবির। ২২৭ রানে অলআউট বাংলাদেশ।

বাংলাদেশের কাছে সুযোগ ছিল পর পর তিনবার বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর। কিন্তু সেই ইচ্ছা অধরাই থেকে গেল। ইংল্যান্ডের ঝড়ো ইনিংসে প্রথমেই যেন কিছুটা মিইয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪৯তম ওভারের দ্বিতীয় বলেই গুটিয়ে গেল বাংলাদেশ শিবির। ২২৭ রানে অলআউট বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের পর অবশেষে হয় তো কিছুটা হাসি ফুটল ইংল্যান্ডের মুখে। একটু-আধটু নয়, একেবারে ১৩৭ রানে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড। 

৩৫০ রানের বেশি তাড়া করে জেতা মোটেও সহজ কাজ নয়। তার উপর ব্যাট করতে নেমে প্রথম দিকেই ৪ উইকেট পড়ে গেলে আশা একেবারেই নিভে যায়। এক্ষেত্রেও অন্যথা হয়নি। 

মঙ্গলবার বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় খেলা ছিল। প্রথমেই ব্যাট করতে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডেভিড মালানের দুরন্ত ১৪০ রান। সঙ্গে জনি বেয়ারস্টো দুর্দান্ত অর্ধশতক(৫২)। জো রুটের ৮২ রান। সব মিলিয়ে এক ফাটানো ইনিংস খেলে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে ইংল্যান্ড।

জবাবে বাংলাদেশ ৪৮.২ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায়। লিটন দাস (৭৬) এবং মুশফিকুর রহিম (৫১) যদিও কিছুটা মান রক্ষা করেছেন। রিস টপলে একাই (৪/৪৩) চারটি উইকেট তুলে নেন। ক্রিস ওকস (২/৪৯) নেন দু'টি উইকেট। 

ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে এবারের বিশ্বকাপে এটাই তাদের প্রথম পয়েন্ট। অন্যদিকে এটি বাংলাদেশের চলতি বিশ্বকাপে প্রথম হার। পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে আরও একটি খেলা চলছে।

হারের পর, সাকিব আল হাসান বলছেন টস জেতাটা অবশ্যই তাদের পক্ষে গিয়েছিল। কিন্তু তাদের বোলাররা আজ সেভাবে ভাল বোলিং করতে পারেননি। তবে পরের দিকে যেভাবে তারা পারফরম্যান্স কামব্যাক করে, তা প্রশংসনীয়। সাকিবের মতে, ৩২০ রানের নিচে থাকলে হয় তো তাঁরা আরও কিছুটা লড়ার সুযোগ পেতেন। 

ম্যান অফ দ্য ম্যাচ ডেভিড মালান জানালেন, তিনি খুব খুশি। পরে আরও ভাল খেলার আশা করছেন।

আরও পড়ুন

Advertisement

Advertisement