লাগাতার খারাপ পারফর্ম্যান্স বিরাট কোহলি ও রোহিত শর্মার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ঘরের মাটিতে হোয়াইটওয়াশড টিম ইন্ডিয়া। এহেন পরিস্থিতি এবার অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। হেড কোচ গৌতম গম্ভীরের উপর চাপ বাড়ছে। তবুও বিরাট ও রোহিতের পাশেই দাঁড়াচ্ছেন গম্ভীর। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের সমালোচনাকে রীতিমতো একহাত নিলেন গৌতম গম্ভীর।
পন্টিংয়ের প্রসঙ্গ তুলতেই মেজাজ হারালেন গম্ভীর
বস্তুত, সম্প্রতি বিরাট কোহলির ফর্ম নিয়ে সমালোচনা করেছেন পন্টিং। তাঁর দাবি, ৫ বছরে মাত্র দুটি সেঞ্চুরি বিরাট কোহলির। এই রকম খেললে অন্য কোনও প্লেয়ার টিমে টিকতেই পারতেন না। সিনিয়র প্লেয়ারদের খারাপ পারফর্ম্যান্সের আবহেই ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল। পন্টিংয়ের প্রসঙ্গ তুলতেই মেজাজ হারালেন গম্ভীর।
'ওঁর উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবনা-চিন্তা করা'
গম্ভীরের কথায়, 'ভারতীয় ক্রিকেটের সঙ্গে পন্টিংয়ের কী সম্পর্ক? আমার মনে হয়, ওঁর উচিত অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে ভাবনা-চিন্তা করা। এবং আরও জরুরি হল, বিরাট ও রোহিতকে নিয়ে মাথা না ঘামানো। ওঁরা (বিরাট ও রোহিত) দুজনেই ভারতীয় ক্রিকেটে একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন এবং ভবিষ্যতেই তা করবেন। ওঁদের এখনও প্রচুর খিদে রয়েছে, ভীষণ পরিশ্রম করছেন। ড্রেসিংরুমে ওই খিদেটা বজায় থাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ।'
'ঘরোয়া ক্রিকেটের দিকে পুরো মন দেওয়া উচিত'
অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের আগে বিরাট ও রোহিতকে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের পরামর্শ, 'ওদের ফর্ম দরকার। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করতে হবে। রঞ্জিতে যদি ওরা শতরান করে তা হলে ওদেরই আত্মবিশ্বাস বাড়বে। ওদের উচিত রঞ্জি খেলা। ওদের এখন ঘরোয়া ক্রিকেটের দিকে পুরো মন দেওয়া উচিত। রঞ্জি খেলতে গেলে জাতীয় দলের আরাম ওরা হয়তো পাবে না। সে সব এখন বাদ দেওয়া উচিত। বড় গাড়ি, বিমান, বিলাসবহুল হোটেলের আরাম ছাড়া উচিত ওদের। পরিশ্রম করতে হবে। তবেই সাফল্য আসবে।'